সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল কেনিয়া
সরকারবিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠেছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছেন দেশটির সাধারণ মানুষ। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুলাই) সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিক্ষোভকারীরা। এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত একজন নিহত ও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (মঙ্গলবার) কেনিয়ার রাজধানী নাইরোবিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। এ সময় এক বিক্ষোভকারী নিহত হন। এ পরিস্থিতিতে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
গত মাসে কেনিয়া সরকার কর বৃদ্ধি সংক্রান্ত একটি নতুন বিল পাস করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার বিতর্কিত বিলটি প্রত্যাহার করে নেয়।