তিন দিনেও উদঘাটন হয়নি ট্রাম্পকে হত্যাচেষ্টা রহস্য
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনার রহস্য উদঘাটন হয়নি তিনদিনেও। এরই মধ্যে দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠেছে সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে। এ নিয়ে তোপের মুখে পড়েছে সংস্থাটি। এমনকি ট্রাম্পের ওপর এ হামলা নিয়ে সিক্রেট সার্ভিসের কাছে ব্যাখ্যা চেয়েছে মার্কিন কংগ্রেস। আগামী ২২ জুলাই মার্কিন প্রতিনিধি পরিষদের শুনানিতে হাজির হয়ে সাক্ষ্য দিতে তলব করা হয়েছে সংস্থাপ্রধানকে।
স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ ওই ঘটনায় একাধিক তদন্ত দলের মধ্যে মুখ্য তদন্তকারীর ভূমিকায় রয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও হামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়নি তদন্ত দল।
ট্রাম্প যেই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, তার কাছ থেকে মাত্র ১৩০ মিটার বা ৪৩০ ফুট দূরে সন্দেহভাজন বন্দুকধারী থমাস ম্যাথিউ ক্রুকস কীভাবে ওই ছাদে যাওয়ার সুযোগ পেলেন এবং গুলি করলেন — এ বিষয় নিয়ে তোপের মুখে পড়েছে ট্রাম্পের নিরাপত্তায় থাকা সিক্রেট সার্ভিস। মোটা দাগে রিপাবলিকান এ নেতাকে নিরাপত্তা দিতে সিক্রেট সার্ভিসের ব্যর্থতার বিষয়টিই এখন আলোচ্য বিষয়। সার্বক্ষণিক নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে কেন ব্যর্থ হলো দেশটির প্রশিক্ষিত চৌকস সদস্যদের নিয়ে গঠিত এ সংস্থা — এ প্রশ্ন এখন সবার।