আন্তর্জাতিক
স্ত্রীসহ ৪২ নারীকে হত্যা করেছেন কলিন্স জুমাইসি
কেনিয়ার নাইরোবির একটি খনন করা জায়গা থেকে সম্প্রতি বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সবগুলোই নারীর বলে জানা গেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে সোমবার (১৫ জুলাই) এই ব্যক্তি স্বীকার করেন, তিনি ৪২ নারীকে হত্যা করেছেন। এদের মধ্যে তার স্ত্রীও রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, কলিন্স জুমাইসি নামের ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি সিরিয়াল কিলার বলে তাদের ধারণা। সোমবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এক জায়গা থেকে ৯ নারীর মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলিন্স জুমাইসি বলেন, তিনি ৪২ নারীকে হত্যা করে ওই একটি জায়গাতেই পুঁতে ফেলেছেন। এই হত্যা শুরু করেন ২০২২ সাল থেকে। শুরুটা করেন নিজের স্ত্রীকে হত্যা করে। সর্বশেষ গত ১১ জুলাই এক নারীকে হত্যা করেন তিনি।
জুমাইসির বাড়িতে অনেকগুলো মোবাইল, আইডি কার্ড, বিশেষ চাকু পাওয়া যায়। ওই চাকু হত্যার কাজে ব্যবহৃত হতো বলে ধারণা পুলিশের। এছাড়া রাবারের বিশেষ গ্লাভস, বিশেষ ট্যাপ, নাইলনের দড়িও তার বাড়িতে পাওয়া যায়।