ফিচার

কোটা বাতিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নারীরা

সমাজ সভ্যতার চাকা এগিয়ে নেওয়ার কাজটি নারী- পুরুষ সমান তালে এগিয়ে নিলেও নারীর জন্য সমঅধিকার প্রতিষ্ঠিত হয়নি এখনও। দেশের শিক্ষা, কৃষি বা অর্থনীতি— সর্বত্র তার পদচারণা নিশ্চিত করলেও সমতন্ত্র প্রতিষ্ঠার পথ এখনও বহুদূর। সুতরাাং নারী কোটা তুলে দেওয়ার প্রয়োজন এখনও শেষ হয়নি।

২০১৮ সালে কোটা ব্যবস্থা সম্পূর্ণ তুলে দেয়ার ফলে নারীদের সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ সংকুচিত হয়েছে। এটি দেশের সামগ্রিক অগ্রগতির জন্য অন্তরায়। কোটা বাতিলের ফলে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যূনতম নারী কোটা না থাকলে দেশের উয়ন্ননের অগ্রযাত্রায় নারীদের ভূমিকা নিঃসন্দেহে হ্রাস পাবে। এ বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ ক্যাডারের উত্তীর্ণ নারী প্রার্থীর পরিসংখ্যান পর্যালোচনা করলে বিষয়টি আরও সুস্পষ্ট হবে-

কোটা বাতিলের পর বিসিএস পরীক্ষায় প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের তুলনায় পুলিশ ও ইঞ্জিনিয়ারিং ক্যাডারে উত্তীর্ণ নারী প্রার্থীর সংখ্যাও কমে এসেছে।

কোটা বাতিলের পর সর্বশেষ ৩টি সাধারণ বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে জেলাভিত্তিক উত্তীর্ণ নারী প্রার্থীর পরিসংখ্যানটিও পর্যালোচনা করে দেখতে পারি আমরা।

এই পর্যালোচনায় বেশ কিছু ইস্যু উঠে এসেছে। এখানে দেখা যাচ্ছে যে,

(১) ৪০তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৫টি জেলা (জয়পুরহাট, বগুড়া, গাজীপুর, ফরিদপুর ও চট্টগ্রাম) হতে ১ জন করে নারী প্রার্থী এবং খুলনা জেলা হতে ২ জন নারী প্রার্থী (সর্বমোট ৭ জন) উত্তীর্ণ হলেও ৫৮টি জেলার কোনো নারী প্রার্থী উত্তীর্ণ হয়নি।

(২) ৪১ তম বিসিএস পরীক্ষায় ৪টি জেলা (ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শরীয়তপুর ও ফেনী) হতে ১ জন করে নারী (সর্বমোট ৪ জন) পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হলেও ৬০টি জেলার কোন নারী প্রার্থী উত্তীর্ণ হয়নি।

(৩)৪৩ তম বিসিএস পরীক্ষায় ৭ টি জেলা (কুড়িগ্রাম, পাবনা, ময়মনসিংহ, নরসিংদী, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ ও খাগড়াছড়ি) হতে ১ জন করে নারী প্রার্থী এবং চট্টগ্রাম জেলা হতে ২ জন নারী প্রার্থী (সর্বমোট ৯ জন) পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হলেও ৫৭ টি জেলার কোন নারী প্রার্থী উত্তীর্ণ হয়নি।

উই ক্যান’ এর নির্বাহী সমন্বয়ক জিনাত আরা হকের মতে, ঐতিহাসিকভাবেই যুগের পর যুগ ধরে নারীরা পিছিয়ে আছে। এখনও এমন কোনও ঘটনা ঘটেনি যে, নারী কোটা উঠিয়ে দিতে হবে।  নারী ও পুরুষ সমান জায়গায় চলে আসলে তখন কোটা বন্ধের কথা আসে।’

সার্বিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে যে, কোটা আন্দোলন নিয়ে কিছু কুচক্রীমহলের ইন্ধনেই কিছু সাধারণ ছাত্র ছাত্রীর সরলতাকে পূঁজি করে কোন যৌক্তিক কারণ ছাড়াই এই কোটা আন্দোলনকে চলমানা রয়েছে। যে সকল নারীরাই নারী কোটা বিরোধিতা করছেন। তাদের মধ্যে সঠিবভাবে, এই পুরো পর্যালোচনার ধারণা নেই।

 

Related Articles

Leave a Reply

Back to top button