অর্থ বাণিজ্যপুঁজিবাজার

মন্দা বাজারে বেড়েই চলছে মুন্নু এগ্রোর শেয়ারদর

ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর থেকেই এক প্রকার ধস হয়েছে দেশের পুঁজিবাজারে। এ পতনের বাজারেও দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে মুন্ন এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ। গত এক মাসে কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ১১৮ টাকা এবং সম্মিলিতভাবে সাড়ে ৪২ কোটি টাকার বেশি।

প্রতিষ্ঠানটির শেয়ারের এমন দাম বাড়াকে অস্বাভাবিক বলছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, মুন্নু এগ্রোর সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে শেয়ার প্রতি আয় কমেছে এবং কোম্পানি গত অর্থ বছরে স্টক ডিভিডেন্ড দিলেও সীমিত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এমন একটি কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাওয়া কিছুতেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। কোনো বিশেষ চক্র পরিকল্পিতভাবে এই কোম্পানির শেয়ারের দাম বাড়াচ্ছে।

এক মাসে মুন্নু এগ্রোর শেয়ারের দাম বেড়েছে ১১৮ টাকা বা ৩৪ দশমিক ২৪ শতাংশ। এতে এক মাসে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪২ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টাকা। গত ১২ জুন কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৩৪৪ টাকা ৬০ পয়সা। গত ৭ জুলাই কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাড়ায় ৪৬২ টাকা ৬০ পয়সা।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ ক্যাশ ও ৩২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়। সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি-মার্চ তিন মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২২.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ পয়সা।

১৯৮২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মুন্নু এগ্রোর পরিশোধিত মূলধন ৩ কোটি ৬০ লাখ টাকা। শেয়ার সংখ্যা ৩৬ লাখ ৬ হাজার ৭৬৮টি। এর মধ্যে ৩২ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৬০ দশমিক ৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৪৮ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ০৮ শতাংশ শেয়ার।

মুন্নু এগ্রোর কোম্পানি সচিব বিনয় পল

যোগাযোগ করা হলে মুন্নু এগ্রোর কোম্পানি সচিব বিনয় পল নিউজ নাউ বাংলাকে বলেন, ‘আমাদের কোম্পানির শেয়ারের দাম বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই, এটা সম্পূর্ণ মার্কেটের বিষয়।

শেয়ারের দাম অস্বাভাবিক বাড়া নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারী সাগর মজুমদার নিউজ নাউ বাংলাকে বলেন, বড় বড় বিনিয়োগকারীরা বাজারে অতিথি পাখির মতো আসে। তারা বাজারে হঠাৎ বড় বিনিয়োগ করে মুনাফা গ্রহণের পর সাধারণ বিনিয়োগকারীদের নিঃস্ব করে চলে যায়। এ ধরনের গেমলিংকে বিএসইসি, সিডিবিএল এবং ডিএসইর মনোযোগ সহকারে দেখা উচিত।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম নিউজ নাউ বাংলাকে বলেন, সম্প্রতি দেশের পুঁজিবাজার উঠানাম করেছে, এর মধ্যে মুন্নু এগ্রো শেয়ারের এ মূল্য বৃদ্ধি যদি কোন দল বা গোষ্ঠী যদি ইচ্ছাকৃত বাড়িয়ে থাকে তাহলো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button