জাতীয়
রোববার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তিন দিনের সফর নিয়ে রোববার সংবাদ সম্মেলনে আসছেন। সেদিন বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী।
আজ শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী প্রেস কনফারেন্স রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে।
সাধারণত কোনো দেশ সফর শেষে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সফর সংশ্লিষ্ট বিষয় ছাড়াও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। সর্বশেষ গত ২৫ জুন ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন সরকারপ্রধান।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে গত ৮ জুলাই দেশটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।