করোনায় আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। শুক্রবার (১২ জুলাই) তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এখন নিজের বাড়িতে নিজেকে আলাদা রেখেছেন এই অভিনেতা।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গত দু’দিন ধরে শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না অক্ষয় কুমার। তার অভিনীত ‘সারফিরা’ সিনেমার প্রচারের কাজে বিভিন্ন জায়াগায় ভ্রমণ করছিলেন। এরপর কোভিড-১৯ পরীক্ষা করান, যার ফল পজিটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পর নিজেকে আলাদা করে রেখেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন অক্ষয়।’ তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি অক্ষয় কুমার কিংবা তার পরিবার।
এদিকে, মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে হাজির ছিলেন বিশ্বের অনেক তারকা। বৃহস্পতিবার রাতেই মুম্বাইয়ে পৌঁছেছেন অভ্যাগতেরা। যারা ভারতের বাইরে ছিলেন, তারা ফিরে এসেছেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের জন্য। নিউ ইর্য়কে ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই ফিরেছেন শাহরুখ খান। জার্মানি থেকে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। স্বামীকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এত তারকার মধ্যেও অনুপস্থিত ছিলেন অক্ষয় কুমার।