বিনোদনসাহিত্য ও বিনোদন

অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট

টানা এক বছরের আয়োজনের পর অবশেষে সাতপাঁকে বাধা পড়লেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।

ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চলছে দেশটির শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির রাজকীয় বিয়ের অনুষ্ঠান।

জানা গেছে, এ আয়োজন চলবে ১৪ জুলাই পর্যন্ত। ১২ জুলাই মালা বদল, ১৩ জুলাই হবে আশীর্বাদের অনুষ্ঠান আর ১৪ জুলাই আয়োজন করা হয়েছে রিসেপশনের।

অনন্ত-রাধিকার এলাহি প্রাক বিয়ের অনুষ্ঠানে জামনগরে হাজির হয়েছিল গোটা বলিউড। এমনকী, অনন্ত-রাধিকার সঙ্গীত, হলদি ও শিবপুজোতেও অংশ নিয়েছেন বলিউড সেলিব্রিটিরা।

অনন্ত-রাধিকার বিয়ের অতিথি তালিকা বেশ লম্বা। রয়েছেন, শাহরুখ খান সালমান খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, জাহ্নবী কাপুর,হানি সিং, অনন্যা পাণ্ডে, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, সাইফ আলি খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকারা।

বৃহস্পতিবার বিয়ের এক দিন আগেই মুম্বাইতে গিয়ে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে মার্কিন মুলুক থেকে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস।

জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারেই বসেছিল বিয়ের আসর। প্রাক্তন সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিলডট, প্রাক্তন কানাডিয়ান প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, আইওসি ভাইস প্রেসিডেন্ট জুয়ান আন্তোনিও সামারাঞ্চ, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো। এছাড়াও HSBC গ্রুপের চেয়ারম্যান মার্ক টাকার, আরামকো সিইও আমিন নাসির, মর্গান স্ট্যানলি এমডি মাইকেল গ্রিমস, অ্যাডোব সিইও সান্তনু নারায়ন, স্যামসং ইলেকট্রনিকস চেয়ারম্যান জে লি, এরিকসন সিইও বোর্জে এখোলম, এইচপি প্রেসিডেন্ট এনরিক লোরস, নোকিয়া প্রেসিডেন্ট টমি উইত্তোর মতো আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বরা।

এদিকে ভারতে অথিতি তালিকার শীর্ষে রয়েছেন সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিল্পপতি, উদ্যোগপতিরা।

Related Articles

Leave a Reply

Back to top button