জাতীয়

পদ্মা সেতু নির্মাণে ব্ল্যাংক চেক দিয়েছিলেন প্রধানমন্ত্রী: সাবেক মন্ত্রিপরিষদ সচিব

পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্ল্যাংক চেক দিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের ব্ল্যাংক চেক দিয়ে রেখেছিলেন পদ্মা সেতু নির্মাণে৷ পিএম যে স্বাধীনতাটা দিয়েছিলেন, তা না হলে এত বড় কাজটা করতে পারতাম না৷ মাঝেমধ্যে তো আমি প্রধানমন্ত্রীর ক্ষমতাও নিজে প্রয়োগ করেছি৷’

১৮ থেকে ২০ বছরে সেতু নির্মাণের টাকা উঠে আসবে জানিয়ে সাবেক এ মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সেতু নির্মাণে প্রাথমিক খরচ ১০ হাজার কোটি টাকা ধরায় সমালোচনা হয়৷ কিন্তু এত কম অংকের টাকা কখনোই ছিল না৷ সমালোচকদের ডলারের রেটটা বিবেচনার অনুরোধ জানাই৷’

তিনি বলেন, চারটা হ্যামার নষ্ট হয়ে গিয়েছিল৷ তখন কথা উঠেছিল, প্রকল্পটি বন্ধ হয়ে যায় কিনা! এই কথাটা তখন আমরা বলিনি৷ টেকনিক্যাল এবং ম্যানেজারিয়াল সব বিষয়েই অন্যরকম সাপোর্ট করেছেন পিএম৷ রাত দেড়টায় ম্যাসেজ দিয়েছি প্রধানমন্ত্রীকে, তিনি ২টায় সেই এসএমএসের উত্তর দিয়েছেন৷

‘অবসর নেয়ার পরও এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডেকেছেন আমাকে৷ খুব সম্মানিত বোধ করছি’, যোগ করেন সাবেক এ মন্ত্রিপরিষদ সচিব৷

Related Articles

Leave a Reply

Back to top button