বিনোদন

অভিনয়ে ফিরলেন শাওন

শিশুশিল্পী হিসেবে সংস্কৃতি জগতে আগমন মেহের আফরোজ শাওনের। অতঃপর ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে আসা। পরে বেশ কিছু নাটক, ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’-এ দেখা গেছে তাঁকে।
লম্বা সময় পর ঠিক কী কারণে মনে হয়েছে ‘নীল জোছনা’ দিয়ে ফেরা যেতে পারে? শাওনের জবাব, ‘ছবির গল্প-চিত্রনাট্য পছন্দ হয়েছে। পরিচালক, টিম, সার্বিক আয়োজন দেখে মনে হয়েছে কাজটি করা যায়। তাই যুক্ত হওয়া।’
‘নীল জোছনা’র খবর বেশ কিছুদিন আগেই পাওয়া গেছে।
এতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পাওলি দাম, বাংলাদেশের তারিক আনাম খান, ইন্তেখাব দিনারের মতো তারকারা। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। তবে শাওন জানালেন, তাঁর অংশের চিত্রায়ণ শুরু হবে ৫ জুলাই থেকে। অভিনয়ে এত লম্বা বিরতি কেন—প্রশ্নটা চলে আসে স্বাভাবিকভাবেই। তাই জানতে চাওয়া।
শাওন বলেন, ‘১৬ বছর পর অভিনয় করতে যাচ্ছি। আসলে দুই বছর ধরেই ভাবছিলাম, ভালো গল্প-আয়োজন পেলে অভিনয়ে ফিরব। ভাবতে ভাবতেই দুই বছর চলে গেল। অবশেষে মাস দুয়েক আগে এই ছবিতে যুক্ত হয়েছি।
এখন থেকে পর্দায় নিয়মিত পাওয়া যাবে কি না—সে প্রসঙ্গেও জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে। কিছুটা ধোঁয়াশা জিইয়ে রেখে বললেন, ‘আসলে পরিকল্পনা করে কিছু করা হয় না। যদি পছন্দসই কাজ আসে, তাহলে করব।’
নির্মাতা হিসেবেও শাওন পরিচিত। ২০১৬ সালে বানিয়েছেন ‘কৃষ্ণপক্ষ’। যেটায় অভিনয় করেন রিয়াজ ও মাহি। এ ছাড়া বেশ কিছু নাটকও নির্মাণ করেছেন তিনি। ক্যাপ্টেন অব দ্য শিপের ভূমিকায় ফিরবেন কবে—সেই প্রশ্নের বিপরীতে শাওন বলেন, ‘সর্বশেষ ২০১৮ সালে একটি ছোট ধারাবাহিক [বোতলভূত] নির্মাণ করেছিলাম। এখনো নতুন কাজের ভাবনা আছে মাথায়। যদি কোনো কাজ শুরু করি, অবশ্যই জানাব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button