জেলার খবর

সাজেকে আটকা ৭০০ পর্যটক!

রাঙ্গামাটির বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে প্রায় ৭০০ পর্যটক আটকা পড়েছেন। এতে পর্যটকরা আতঙ্ক বোধ করছেন।

মঙ্গলবার (২ জুলাই) সকালে সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মন এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, সকালে বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায়। ফলে সাজেকে ছোট-বড় মিলিয়ে ১২৫টি গাড়ির পর্যটক আটকা পড়েন।
 
সুবর্ণ দেব বর্মন আরও বলেন, ‘সোমবার যে গাড়িগুলো এসেছে, সেসব গাড়ির সব পর্যটক সাজেকে অবস্থান করছে। পানি যেভাবে বাড়ছে তাতে আজকে গাড়ি চলাচল সম্ভব হবে বলে মনে হয় না।’ 
অন্যদিকে সকাল থেকে খাগড়াছড়ি থেকেও কোনও গাড়ি সাজেকে প্রবেশ করেনি। এদিকে যারা আটকা পড়েছেন তাদের রুম ভাড়া লাগবে না বলে কটেজ মালিক সমিতি জানিয়েছে। শুধু পানির খরচ দিতে হবে।
 
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, ‘ভারি বর্ষণের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি রয়েছে। উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও এখনও কেউ আসেনি। আর বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে পর্যটকরা আটকা পড়েছেন। পানি নেমে না যাওয়া পর্যন্ত কেউ বের হতে পারবে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button