এক অর্থবছরে ডিএসইর প্রধান সূচক কমলো এক হাজার পয়েন্টের বেশি
বিদায়ী অর্থবছর (২০২৩–২৪)দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক হাজার পয়েন্টের বেশি। শুধু যে প্রধান সূচক কমেছে তা নয়, আলোচ্য অর্থবছরে শরিয়াহ সূচক কমেছে ২০২ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচকটি কমেছে ২৯০ পয়েন্ট।
অর্থবছরের শুরুর কার্যদিবস ২ জুলাই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিলো ৬ হাজার ৩৪৩ পয়েন্ট। বছরের শেষ কার্যদিবস রোববার (৩০ জুন) এই সূচক নেমে অবস্থান করছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে। অর্থাৎ পুরো অর্থবছরে ডিএসইএক্স সূচক কমেছে ১ হাজার ১৫ পয়েন্ট।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, সদ্য বিদায়ী
অর্থ বছরের প্রথম কার্যদিবসে ডিএসইর মোট বাজার মুলধন ছিলো ৭ লাখ ৬৬ হাজার ৬১৭ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার টাকা। অর্থবছরের শেষদিন এসে তা দাঁড়িয়েছে ৭ লাখ ৫২ হাজার ১৭৬ কোটি ৫ লাখ ৪৫ হাজার টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে বাজার মুলধন কমেছে ১৪ হাজার ৪৪১ কোটি ৯৪ লাখ ৪২ হাজার টাকা।
বাজার বিশ্লেষকরা বলছেন, গত অর্থবছরের বেশির ভাগ সময় ছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া ফ্লোর প্রাইসে অনেকটা অকার্যকর ছিল দেশের পুঁজিবাজার। এছাড়াও নিয়ন্ত্রক সংস্থার হঠাৎ হঠাৎ সিদ্ধান্তে বিনিয়োগকারীগন ছিল আতঙ্কে। ফলে আস্থাহীনতায় ভুগতে ভুগতে বহু বিনিয়োগকারী বাজার ছেড়ে গেছেন। পাশাপাশি ব্যাংক খাতের দুরবস্থা এবং মার্জিন ঋণের উচ্চ সুদহারও পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে সূচকসহ বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব পড়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী অর্থবছরের পুঁজিবাজার ছেড়েছেন প্রায় এক লাখ বিনিয়োগকারী। শুরুতে অর্থাৎ গত বছরের জুলাইয়ের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে শেয়ার থাকা বিও হিসাবের সংখ্যা ছিলো ১৩ লাখ ৯৬ হাজার ৫২টি। গত ২৮ জুন বৃহস্পতিবার তা কমে হয় ১৩ লাখ ৫ হাজার ৮৮২টি। অর্থাৎ পুরো অর্থবছরে বিও হিসাব কমেছে প্রায় ৯১ হাজার।