রাজনীতি

বাজেট বাস্তবায়নের হার ৯২-৯৬ শতাংশ: পররাষ্ট্রমন্ত্রী

প্রতি বছরই বাজেট পাস হওয়ার পর একটি মহল বলে, ‘এটা উচ্চবিলাসী। অথচ বাজেট বাস্তবায়নের হার ৯২-৯৬ শতাংশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাসের পর, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এ কথা বলেন।
বিদেশি ঋণ নির্ভরতা কমেছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘তবে কিছু কিছু ক্ষেত্রে বিদেশি ঋণ নিতে হয় দেশের স্বার্থে। অনেক বিদেশি ঋণ আমরা এখন ফিরিয়ে দিতে পারছি।’
এদিকে, সৌদি আরব সফরে দেশটির প্রিন্স মুহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে বাংলাদেশ সফর নিয়ে কথা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
দুপুরে সংসদ অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য  প্রস্তাবিত বাজেট পাস হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগান নিয়ে পাস হয়েছে নতুন অর্থবছরের জাতীয় বাজেট। দেশের ৫৩তম এই বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। ১ জুলাই থেকেই বাজেট কার্যকর শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button