চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার মার্কেটে আগুন ‘নিশ্বাস নিতে পারছি না’ বলেই মারা গেলেন তিন জন
বশির আলমামুন, চট্টগ্রাম : ‘ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে, আমি আর নিশ্বাস নিতে পারছি না’, বলেই কালেমা পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শাহেদ। এমনটাই জানিয়েছেন রিয়াজুদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্সের ব্যবসায়ী সাজ্জাদ মিয়া। তার মোবাইল ও মোবাইল-যন্ত্রাংশের দোকানের কর্মচারী মোহাম্মদ শাহেদ (১৮)। গত দেড় বছর ধরে এ দোকানে কর্মরত। রিজওয়ান কমপ্লেক্সের পাঁচতলায় ভাড়া বাসায় থাকতেন সাজ্জাদ মিয়া ও শাহেদ।
সাজ্জাদ মিয়া বলেন, ‘শুক্রবার মার্কেট বন্ধ থাকায় দোকানও বন্ধ থাকে। এ কারণে প্রত্যেক বৃহস্পতিবার আমি গ্রামের বাড়ি সাতকানিয়ায় চলে যাই। বৃহস্পতিবার (২৭ জুন) মধ্যরাতে মোহাম্মদিয়া প্লাজায় আগুন লাগে। রাত পৌনে ২টার দিকে আমার মোবাইল ফোন বেজে ওঠে। ফোন ধরতেই ওপার থেকে শাহেদের কণ্ঠ। বলে ওঠে, মোহাম্মদিয়া প্লাজায় আগুন ধরেছে। এ আগুন আমাদের রিজওয়ান কমপ্লেক্সেও ছড়িয়ে পড়েছে। আমি বাসায় একা আটকে পড়েছি। ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না, আমাকে বাঁচান।’ দোকানমালিক বলেন, ‘ওর ফোন পেয়ে আমি আশপাশের অনেক দোকানিকে ফোন করেছি। জানিয়েছি শাহেদের আটকা পড়ার কথা। এরপর ও আবারও আমাকে ফোন দিয়ে বলে, আমি ধোঁয়ার কারণে নিশ্বাস নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে।
আমি তাকে বললাম, কাপড় পানিতে ভিজিয়ে চোখে দেওয়ার জন্য। তাকে বললাম, ওইখানকার সবকিছু তো তোমার জানাশোনা দৌড়ে বের হয়ে যাও। শাহেদ বলে, এখানে কিছুই দেখা যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘রাত ১টা ৫৮ মিনিটে শাহেদের সঙ্গে আমার শেষ কথা হয়। তখন শাহেদ বলে, আমি আর নিশ্বাস নিতে পারছি না। ধোঁয়া থেকে বাঁচতে ওয়াশরুমে ঢুকে গেছি, সেখানেও ধোঁয়া। এ বলেই কালেমা পড়তে থাকে শাহেদ। একটু পর দেখি শাহেদ আর কথা বলছে না। এরপর তার মোবাইলে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি শাহেদ।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আলম আশিক বলেন, ‘কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজার রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজায় অগ্নিকাণ্ড ঘটে। এতে মার্কেটের পাঁচতলার বাসা থেকে আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে না পারায় অজ্ঞান হওয়া পাঁচ জনকে ভোর ৩টা ৫০ মিনিটে চমেক হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুজন নারীকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’ তিনি আরও জানান, নিহত তিনজনই ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে নিহত বাকি দুজন হলেন সাতকানিয়া উপজেলার পশ্চিম গাড়িয়ান টাঙ্গা এওসিয়া ইউনিয়নের শামসুল আলমের ছেলে মো. রিদুয়ান (৪৫) ও একই উপজেলার মো. ইকবাল (২৬)। নিহত তিন জনই সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে রিয়াজুদ্দিন বাজারের মোহাম্মদিয়া ও রিজওয়ান কমপ্লেক্স মার্কেটে আগুন লাগে। লামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আলী বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, লামারবাজার, নন্দনকানন ও চন্দনপুরাসহ চারটি স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’ তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।