খেলা
কোহলির পর অবসরের ঘোষণা দিলেন রোহিত
ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে এক পর্যায়ে জয়ের আশা জাগিয়ে তুলেছিল প্রোটিয়ারা। তবে হেইনরিখ ক্লাসেন আউট হওয়ার পরই ঘুরে যায় ম্যাচের প্রেক্ষাপট। এরপর জস্প্রীত বুমরাহ, আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়ার তোপের মুখে হতাশ হতে হয় এইডেন মার্করামের দলকে, ৭ রানে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ভারত।
এদিকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। এবার জানা গেলো অধিনায়ক রোহিত শর্মাও বিদায় নিচ্ছেন।
বিশ্বকাপ জয়ের পর, শনিবার সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেছেন, ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি ছিল। এই ফরম্যাটকে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। আমি এর প্রতিটি মুহূর্ত পছন্দ করেছি। আমি এই ফরম্যাটে খেলে আমার ভারতের ক্যারিয়ার শুরু করেছি। আমি এটাই চেয়েছিলাম, কাপ জিততে চেয়েছিলাম।’
বিশ্বকাপ জয়ের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি খুব করে এই শিরোপা চেয়েছিলাম। ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা আমার জন্য অনেক বড় অনুভূতির জায়গা। আমি এই অর্জনের জন্য মরিয়া হয়ে ছিলাম। খুবই আনন্দিত যে ওই সীমান্তটা অতিক্রম করতে পেরেছি।’