বিশ্বব্যাংকের অর্থায়নে মেরিকালচারে আধুনিক প্রযুক্তির ব্যবহার
কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটিভিত্তিক একটি স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে, মাছের স্বাস্থ্য ও আচরণ মনিটর করার পাশাপাশি নিশ্চিত করবে মাছের উৎপাদন-এমনি এক প্রকল্প গ্রহণ করেছে জাপান-বাংলাদেশ রোবোটিক্স অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ সেন্টার (জেবিআরএটিআরসি)।
প্রকল্পটির নাম ‘সাসটেইনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রজেক্ট’, যা বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং এর অধীনে ‘ডেভেলপমেন্ট অব আইওটি-বেসড স্মার্ট মেরিকালচার টেকনিক ফর দ্য সাসটেইনেবল ইউটিলাইজেশন অব ব্লু ইকোনমি’ নামের জেবিআরএটিআরসির উপ-প্রকল্পটি অর্থায়ন পেয়েছে।
প্রকল্পের তরুণ গবেষকরা হলেন, জেবিআরএটিআরসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারহান ফেরদৌস, জেবিআরএটিআরসির উপদেষ্টা ও শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ রানা ও জেবিআরএটিআরসির ডেপুটি টেকনিক্যাল ডিরেক্টর ইঞ্জিনিয়ার শাকিক মাহমুদ।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারহান ফেরদৌস বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে দেশের সামুদ্রিক সম্পদের ওপর গবেষণা ও চাষাবাদের উন্নয়নে অনেক প্রচেষ্টা হলেও তা এখনও পর্যাপ্ত গতি পায়নি। এ উপ-প্রকল্পটি আইওটি, মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তিগুলোর সমন্বয়ে মাছ চাষের পদ্ধতি আধুনিকীকরণের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং পরিবেশগত টেকসই নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে চলছে।’
প্রকল্পটির প্রধান গবেষক মাসুদ রানা ও গবেষক ইঞ্জিনিয়ার শাকিক মাহমুদ বলেন, দেশের সামুদ্রিক সম্পদ অপার সম্ভাবনাময় হলেও এখনও অনেকটাই অব্যবহৃত। এই সম্পদ সঠিকভাবে ব্যবহার করে দেশের অর্থনীতি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ প্রকল্প।