এনআরবি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবি ব্যাংক লিমিটেড বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান এর সভাপতিত্বে এজিএম অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৩ সালের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ এবং উদ্যোক্তাও পরিচালকদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, অডিট কমিটির চেয়ারম্যান মোঃমতিউর রহমান, পরিচালকবৃন্দ বায়জুন নাহার চৌধুরী, মোহাম্মদ জাহেদ ইকবাল, ডা. রহমানসহ, অন্যান্য পরিচালক ও শেয়ার হোল্ডারবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতিদায়িত্ব) মো. ওমরফারুক খান এবং কোম্পানি সেক্রেটারী মো. রেজাউল উপস্থিত ছিলেন।এছাড়া ও কিছু পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দস্ব শরীরে এবং অন্যান্যরা অনলাইনে অংশগ্রহন করেন।