চট্রগ্রামজেলার খবর

চকরিয়ায় মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের নেতাসহ আটক ৫

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

চকরিয়ায় ছিনতাইকারী চক্রের দলনেতা মিনহাজুর রহমান নয়নসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের চৌকস টিম।

এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের আল ফরিদ আবাসিক হোটেলের রুম থেকে তাদের আটক করা হয়।

ছিনতাইকারী বাকি সদস্যরা হলেন, কামরুল ইসলাম ছোটন (১৯) মাহমুদুল করিম (২৮) তায়েবুল ইসলাম( ২২) ও আরফাতুল ইসলাম(২২)।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানায়, এসব ছিনতাইকারীরা নিরীহ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল,মোবাইল ফোন ইত্যাদি ছিনতাই করে প্রতিনিয়ত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হবে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। চকরিয়া থানা পুলিশের পক্ষথেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button