জেলার খবরসিলেট

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের মধ্যে ট্রেনটি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে মোগলাবাজার-মাইজগাঁও সেকশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির পাঁচ-ছয়টি বগি রেললাইন থেকে পড়ে যায়। এতে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন।

শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধারকাজ শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button