চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের মধ্যে ট্রেনটি লাইনচ্যুত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে মোগলাবাজার-মাইজগাঁও সেকশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির পাঁচ-ছয়টি বগি রেললাইন থেকে পড়ে যায়। এতে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন।
শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধারকাজ শুরু হবে।