খেলা

এশিয়া কাপে প্রথম দিনেই মুখোমুখি ভারত-পাকিস্তান

মেয়েদের এশিয়া কাপের সূচিতে পরিবর্তন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। নতুন সূচি অনুযায়ী প্রথম দিনই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

আগামী ১৯ জুলাই মাঠে গড়াচ্ছে মেয়েদের এশিয়া কাপ। আসরের উদ্বোধনী দিন বিকালে নেপাল বনাম সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ মাঠে গড়াবে। এরপর সন্ধ্যায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান।

পূর্বে প্রকাশিত সূচি অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচটি ২১ জুলাই হওয়ার কথা ছিল। আসরের প্রথম দিনে নেপালের বিপক্ষে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের মাঠে নামার কথা ছিল। এই ম্যাচ দুটি নতুন সূচি অনুযায়ী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি সূচি আগের মতোই থাকছে।

শ্রীলঙ্কার ডাম্বুলায় জুলাইয়ের ১৯ তারিখ শুরু হয়ে ২৮ তারিখ পর্যন্ত এবারের এশিয়া কাপ চলবে। গতবার সাতটি দল অংশ নিলেও এবার আটটি দল অংশ নিচ্ছে।
গতবার গ্রুপ পর্বে সবগুলো দলই একে অন্যের মুখোমুখি হলেও এবার তাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ’তে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। আর গ্রুপ বি’তে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আছে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। দুই গ্রুপেরি শীর্ষ দুইয়ে থাকা দলগুলো সেমিফাইনালে উঠবে। ২৬ জুলাই সেমিফাইনাল এবং ২৮ জুলাই ফাইনাল মাঠে গড়াবে।

এশিয়া কাপের গতবারের আসর বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিত হয়েছিল। সে আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছিল ভারত। এটি ভারতের রেকর্ড সপ্তম শিরোপা।

Related Articles

Leave a Reply

Back to top button