বিনোদন

২৮ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’

যত সময় গড়াচ্ছে ততই গতিবেগ বাড়ছে ‘তুফান’র! অথচ এর রীতি মোটেও এমন নয়। কারণ এটি প্রাকৃতিক নয়, ম্যান মেড। যার পেছনে রয়েছেন সময়ের দুই হিট মেকার রায়হান রাফী ও শাকিব খান। ফলে ঈদের দিন থেকে দেশের প্রেক্ষাগৃহে ক্রমশ বেড়েই চলেছে ‘তুফান’-তাণ্ডব।
এবার সেই ‘তুফান’ আঘাত হানতে যাচ্ছে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে। নির্মাতা রায়হান রাফী সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ২৮ জুন ছবিটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। কারণ সেখান থেকে ছবিটি দেখার জন্য দর্শকের প্রচণ্ড চাপ রয়েছে ঢাকার ওপর। তাছাড়া ছবিটির অন্যতম অংশীদার ও পরিবেশক ভারতের এসভিএফ।
বাংলাদেশের ফলাফল থেকে সংশ্লিষ্টরা আগাম অনুমান করছেন, পশ্চিমবঙ্গেও ছবিটি ব্লকবাস্টার হিট হবে। গড়বে বাংলা সিনেমার বাণিজ্যে নতুন ইতিহাস।
ঈদের দিন থেকে দেশব্যাপী ১২৯টি প্রেক্ষাগৃহে চলছে ‘তুফান’। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, সবখানেই ছবিটির টিকিট পেতে হিমশিম খাচ্ছেন দর্শক।
ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢাকার নাবিলা। এছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button