বিনোদন
উইঘুর সংস্কৃতি মুছে ফেলতে চীনের শত শত গ্রামের নাম পরিবর্তন!
উইঘুর মুসলিম সংস্কৃতি মুছে ফেলার লক্ষ্যে চীনের জিনজিয়াং অঞ্চলের শত শত গ্রামের নাম পরিবর্তন করেছে দেশটির কর্তৃপক্ষ।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
বৃহস্পতিবার (২০ জুন) উইঘুর সম্প্রদায়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে উইঘুরদের ধর্ম, ইতিহাস বা সংস্কৃতি সম্পর্কিত নাম অনুসারে জিনজিয়াংয়ের শত শত গ্রাম প্রতিস্থাপন করা হয়েছিল। এখন এ মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতি মুছে ফেলতে এ নামগুলো পরিবর্তন করছে চীন সরকার।
সম্প্রতি এইচআরডব্লিউ এবং নরওয়ে ভিত্তিক উইঘুর হেজেল্প সংস্থার একদল গবেষক জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট অনুযায়ী গত ১৪ বছরের চীনের গ্রামগুলোর নাম নিয়ে গবেষণা করে।
এসময় তারা লক্ষ্য করে চীনা সংস্কৃতিতে সংখ্যালঘু উইঘুর জনসংখ্যাকে আত্তীকরণ করার প্রয়াসে জিনজিয়াংয়ের সমাজকে আমূল পরিবর্তন করছে চীনা সরকার।