ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেটারদের ঈদ উদযাপন
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে। সেখানেই ঈদুল আজহা পালন করেছেন সাকিব-মাহমুদউল্লাহরা।
এদিন ম্যাচ না থাকায় ঈদের নামাজ শেষে ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন সাকিব-রিয়াদরা।
রোববার (১৬ জুন) এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে টাইগারদের ঈদুল আজহা উদযাপনের ছবিও প্রকাশ করা হয়।
ছবিতে দেখা যায়, মাতৃভূমি থেকে অনেক মেইল দূরে সতীর্দের সঙ্গেই ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন তারা। সেখানে হাস্যউজ্জ্বল অবস্থায় দেখা গেছে সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানদের।
অবশ্য খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা আগামীকাল ভোরেই নেপালের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের। এই ম্যাচে জয় পেলেই সুপার এইট নিশ্চিত হবে টাইগারদের। তাই সেরাটাই দিতে চাইবে সবাই।
নেদারল্যান্ডসের বিপক্ষে মাচ শেষে অবশ্য সাকিব আল হাসান জানিয়েছিলেন, নেপালকে হারিয়ে দেশবাসীকে ঈদের আনন্দ উপহার দিতে চান তারা। এখন দেখার বিষয় মাঠের খেলায় বাংলাদেশ দল সেটা প্রমাণ করতে পারে কি না।