আষাঢ়ের প্রথম দিন আজ। বর্ষা তথা আষাঢ়-শ্রাবণের স্পর্শে ষড়ঋতুর এদেশ যেন সাজে নতুন রূপে। বৃষ্টি হোক না হোক আজ থেকেই পঞ্জিকার হিসেব অনুযায়ী শুরু হলো প্রেমময়-আকাঙ্ক্ষার বর্ষা ঋতু। বর্ষা নিয়ে কবি-সাহিত্যিকরা লিখেছেন অগণিত গান ও কবিতা।
পুষ্প-বৃক্ষে-পত্রপল্লবে নতুন প্রাণের সঞ্চার করে নতুন সুরের বার্তা নিয়ে এসেছে বর্ষা। রবিঠাকুরের ভাষায় ‘ঐ আসে ঐ ঘন গৌরবে নবযৌবন বরষা, শ্যাম গম্ভীর সরসা…’
জুঁই, কামিনী, বেলি, রজনিগন্ধা, দোলনচাঁপা মন মাতানো সুবাস আর কদমফুলের চোখ জুড়ানো শোভা অনুষঙ্গ হয়ে আছে আষাঢ়ের। জীবনানন্দ দাশ আষাঢ়কে বলেছেন, ‘ধ্যানমগ্ন বাউল-সুখের বাঁশি’।
সবুজের সমারোহে, মাটিতে নতুন পলির আস্তরণে বর্ষা আনে জীবনেরই বারতা।
এদিকে, বর্ষাকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল বর্ষা উৎসব। সত্যেন সেন শিল্পী গোষ্ঠী এবং বর্ষা উৎযাপন পরিষদের উদ্যোগে ১৬ বারের মতো বকুলতলায় এই আয়োজন।
শনিবার (১৫ জুন) সকালে মেঘমল্লার রাগে বাঁশির মনোমুগ্ধকর ধ্বনিতে শুরু হয় অনুষ্ঠান। প্রকৃতি সুরক্ষা দিতে এমন আয়োজনের বিকল্প নেই বলছেন আয়োজকরা।
গ্রীষ্মের প্রবল খরতাপে প্রকৃতি যখন দগ্ধ, মৃতপ্রায় তখনই সঞ্জীবনী সুধারস নিয়ে হাজির হয় বর্ষা ঋতু। রূপময় ও চির যৌবনা বর্ষাকে স্বাগত জানাতে চারুকলার বকুলতলায় বসেছে এই বর্ষা বন্দনা উৎসব।
সমবেত গান, একক আবৃত্তি, সংগীত ও কথামালায় অংশ নেন বিশিষ্ট শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বরা।
বাংলার ঋতু বৈচিত্র্যের সাথে একাত্ম হয়ে বর্ষাকে বরণ করে নিতে শিশু কিশোর, তরুণ তরুণীসহ বিভিন্ন বয়েসী মানুষ সকাল থেকে ছুটে আসেন চারুকলায়।