জাতীয়

অসুস্থ সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করানো হয়। 
পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাবেক স্টাফ কর্মকর্তা তাইনুল ইসলাম আসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলার একটি অনুষ্ঠানে অংশ নেন। পরে টিলা ধসের স্থান পরিদর্শন করেন। প্রচুর জায়গা হেটেছেনও। গরম আর ডায়াবেটিক মিলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে সিলেট ক্যান্টনমেন্টে সিএমএইচএ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ হলে তাকে ৫টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচএ স্থানান্তর করা হয়।
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুজাত আলী রফিক বলেন, দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা চলাকালীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের সিএমএইচে ভর্তি করানো হয়। বিকেলে কিছুটা সুস্থ হয়ে উঠলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button