চট্রগ্রামজেলার খবর

ফৌজদারহাট থেকে ৫ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার: কাভার্ডভ্যান জব্দ

বশির আলমামুন চট্টগ্রাম:

চট্টগ্রামের ফৌজদারহাট থেকে বিশেষ অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। এসময় কাঠ পরিবহনের দায়ে একটি কাভার্ডভ্যান ও জব্দ করা হয়।

রোববার (৯ জুন) ভোর ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে এই অভিযান চালানা করে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীন ফৌজদার হাট বনবিট কাম বন পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা কর্মচারীরা।

ফৌজদারহাট বনবিট কাম চেক স্টেশন কর্মকর্তা মনজুরুল আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও সঙ্গীয় স্টাফসহ রবিবার সকাল ৭ টায় অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসূল নামক এলাকা হইতে বিপুল পরিমান সেগুন গোল কাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যান নং-ঢাকা মেট্টো ড-১৪-৫৩৬৪ আটক ও জব্দ করা হয়। পরে চোরাই সেগুন গোল কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়। এ ব্যাপারে বন মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান আমাদের অফিসে সামনে কাভার্ডভ্যানটিকে সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুত গতিতে টানতে থাকে। এক পর্যায়ে কাভার্ডভ্যানটির পিছনে কার দিয়ে ধাওয়া করি, এ সময় চালক কদমরসূল এলাকায় গাড়িটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে আমরা গাড়িটি বিট অফিসে নিয়ে আসি।

ফৌজদারহাট বনবিট কাম চেক স্টেশন কর্মকর্তা মনজুরুল আলম চৌধুরী জানান,জব্দকৃত সেগুন গোল কাঠের আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button