খেলা

ম্যাচের শুরুতেই চাপের মুখে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ম্যাচ শুরু করতে না করতেই বিরাট কোহলিকে হারিয়ে চাপের মুখে পড়ে ভারত।

মাচের শুরুতেই আগে একদফা বৃষ্টি হয়। বৃষ্টির কারণে খেলা শুরু হয় ৩০ মিনিট পর। খেলা শুরু হওয়ার পর এক ওভার মাঠে গড়াতেই ফের বৃষ্টি। বৃষ্টি থামার পর ফের শুরু হয় খেলা। ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই ভিরাট কোহলিকে সাজঘরে ফেরান পাকিস্তানি পেসার নাসিম শাহ। কোহলির বিদায়ের পরের ওভারেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। দ্রুতই দুই ওপেনারকে হারিয়ে চাপে ভারত।

রোববার (৯ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ৩ দফায় বৃষ্টি হলে ম্যাচ শুরু হয় রাত ১০ টায়। আগে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদির প্রথম ওভারে ১টি ছক্কার সাহায্যে ৮ রান সংগ্রহ করে ভারত।

ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলেই নাসিম শাহকে বাউন্ডারি হাঁকান কোহলি। এই স্বস্তি অবশ্য শেষ হয়ে যায় এক বল পরেই। নাসিমের করা ওই ওভারের তৃতীয় বল মোকাবিলায় উড়িয়ে মারতে গিয়ে কাভার পয়েন্টে উসমান খানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪ রান করা কোহলি। 

Related Articles

Leave a Reply

Back to top button