অর্থ বাণিজ্যজাতীয়ফিচারলিড স্টোরি

বন্ধ কোম্পানিগুলো চালু করে এগিয়ে নিতে বিএসইসি, এনবিআর ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত সহযোগিতা দরকার: এমারেল্ড অয়েলের এমডি

শামীমা দোলাঃ  এমারেল্ড অয়েল ২০০৮ সাল থেকে একটি নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানী। ২০১৪ সালে পুঁজিবাজারে পাবলিক লিমিটেড কোম্পনী হয়। বাংলাদেশে প্রথম ধানের কুড়া থেকে তেল উৎপাদন করে এমারেল্ড অয়েল। অল্প দিনেই খুবই জনপ্রিয় হয়ে উঠে প্রতিষ্ঠানটি। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পাবলিক লিস্টেড কোম্পানী হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক বেশি অর্থ ব্যাংক ঋণ নেয়।কোম্পনীটির পেইড আপ ক্যাপিটাল ৬০ কোটি টাকা আর ব্যাংক থেকে ঋণ নেয় ১০০কোটি টাকারও বেশি। বিপুল ঋণের অর্থ আত্মসাৎ করে পালিয়ে যায় কোম্পানিটির মালিক পক্ষ। বিএসইসির মধ্যস্থতায় দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই কোম্পানীর মালিকানায় এসেছে জাপানী কোম্পানী মিনোরী বাংলাদেশ লিমিটেড। উৎপাদন শুরু করা থেকে কাগজপত্র আপডেট করা পর্যন্ত পদে পদে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে মিনোরী থেকে আসা নতুন মালিকপক্ষ। এমারেল্ড অয়েলের মালিকানা হস্তান্তর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা নিয়ে তিন পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্ব।

এমারেল্ড অয়েল ২০০৮ সাল থেকে একটি নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানী। ২০১৪সালে পুঁজিবাজারে পাবলিক লিমিটেড কোম্পনী হয়। বাংলাদেশে প্রথম ধানের কুড়া থেকে তেল উৎপাদন করে এমারেল্ড অয়েল। অল্প দিনেই খুবই জনপ্রিয় হয়ে উঠে প্রতিষ্ঠানটি। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পাবলিক লিস্টেড কোম্পানী হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক বেশি অর্থ ব্যাংক ঋণ নেয়।কোম্পনীটির পেইড আপ ক্যাপিটাল ৬০ কোটি টাকা আর ব্যাংক থেকে ঋণ নেয় ১০০কোটি টাকারও বেশি। বিপুল ঋণের অর্থ আত্মসাৎ করে পালিয়ে যায় কোম্পানিটির মালিক পক্ষ। বিএসইসির মধ্যস্থতায় দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই কোম্পানীর মালিকানায় এসেছে জাপানী কোম্পানী মিনোরী বাংলাদেশ লিমিটেড। উৎপাদন শুরু করা থেকে কাগজপত্র আপডেট করা পর্যন্ত পদে পদে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে মিনোরী থেকে আসা নতুন মালিকপক্ষ। এমারেল্ড অয়েলের মালিকানা হস্তান্তর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা নিয়ে তিন পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্ব। 

বিএসইসি মধ্যস্ততায় পাবলিক লিস্টেড ২৬ টি বন্ধ কোম্পানিকে চালু করতে মালিকানা হস্তান্তর হয়। কিন্তু নতুন মালিকরা বন্ধ কোম্পানি চালু করতে গিয়ে পদে পদে সমস্যার মুখে পড়ছেন। তাই কোম্পানি চালু করার স্বার্থে বিএসইসি, এনবিআর, বাংলাদেশ ব্যাংক যৌথভাবে সহযোগিতা করলে কোম্পানিগুলো নতুন করে চালু করার পথ মসৃণ হবে। এমন দাবি এমারেল্ড অয়েলের মালিকানায় আসা নতুন ম্যানেজমেন্টের। নিউজ নাউ বাংলাকে তারা বলেন,শুধু বিসেক নয়, কোম্পানিগুলোর কার্যক্রম চালিয়ে নিতে ত্রিপক্ষীয় সহযোগী দরকার।

https://newsnowbangla.com/2024/06/03/ঘূর্ণিঝড়-রিমালে-ক্ষতিগ্র/

এমারেল্ড অয়েলের পরিচালক ও মিনোরী বাংলাদেশ লিমিটেডের কর্ণধার মিয়া মামুন বলেন, পুরনো কোম্পানি কিনে নেয়ার উদ্দেশ্য ছিলো তৈরি কোম্পানি পাবো। কাগজ পত্র তৈরি কর‍তে দৌড়াতে হবে না। একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে প্রায় ১০ বছর লেগে যায়। ভেবেছিলাম, পুরনো কোম্পানি নিলে এত সময় লাগবে না। এখন দেখছি, পদে পদে জটিলতা। এরচেয়ে নতুন করে শুরু করা ভালো ছিলো।

এমারেল্ড অয়েল ২০০৮ সাল থেকে একটি নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানী। ২০১৪সালে পুঁজিবাজারে পাবলিক লিমিটেড কোম্পনী হয়। বাংলাদেশে প্রথম ধানের কুড়া থেকে তেল উৎপাদন করে এমারেল্ড অয়েল। অল্প দিনেই খুবই জনপ্রিয় হয়ে উঠে প্রতিষ্ঠানটি। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পাবলিক লিস্টেড কোম্পানী হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক বেশি অর্থ ব্যাংক ঋণ নেয়।কোম্পনীটির পেইড আপ ক্যাপিটাল ৬০ কোটি টাকা আর ব্যাংক থেকে ঋণ নেয় ১০০কোটি টাকারও বেশি। বিপুল ঋণের অর্থ আত্মসাৎ করে পালিয়ে যায় কোম্পানিটির মালিক পক্ষ। বিএসইসির মধ্যস্থতায় দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই কোম্পানীর মালিকানায় এসেছে জাপানী কোম্পানী মিনোরী বাংলাদেশ লিমিটেড। উৎপাদন শুরু করা থেকে কাগজপত্র আপডেট করা পর্যন্ত পদে পদে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে মিনোরী থেকে আসা নতুন মালিকপক্ষ। এমারেল্ড অয়েলের মালিকানা হস্তান্তর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা নিয়ে তিন পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্ব। 

এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন জানান, ব্যাংক ঋণের টাকা আত্মসাৎ করে এমারেল্ড অয়েলের পুরনো মালিক পালিয়ে যাওয়ার পরে দীর্ঘদিন বন্ধ থাকে কোম্পানিটি। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি মালিকানা পরিবর্তন করে চালুর উদ্যোগ নেয়। নতুন করে এমারেল্ড অয়েলের মালিকানায় আসে জাপানি প্রতিষ্ঠান মিনোরী বাংলাদেশ লিমিটেড। কিন্তু কারখানা চালু করতে গিয়ে তারা পড়েন নানান সমস্যায়। উৎপাদন শুরু করতে গিয়ে দেখেন গ্যাসের সংকট। বকেয়া বিল পরিশোধের পরেও গ্যাস সংযোগ পাওয়া যায়নি। আবার আগের ম্যানেজমেন্টের বকেয়া বিলের জন্য সারচার্জ দিতে হয়েছে নতুন ম্যানেজমেন্টকে।

এমারেল্ড অয়েল ২০০৮ সাল থেকে একটি নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানী। ২০১৪সালে পুঁজিবাজারে পাবলিক লিমিটেড কোম্পনী হয়। বাংলাদেশে প্রথম ধানের কুড়া থেকে তেল উৎপাদন করে এমারেল্ড অয়েল। অল্প দিনেই খুবই জনপ্রিয় হয়ে উঠে প্রতিষ্ঠানটি। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পাবলিক লিস্টেড কোম্পানী হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক বেশি অর্থ ব্যাংক ঋণ নেয়।কোম্পনীটির পেইড আপ ক্যাপিটাল ৬০ কোটি টাকা আর ব্যাংক থেকে ঋণ নেয় ১০০কোটি টাকারও বেশি। বিপুল ঋণের অর্থ আত্মসাৎ করে পালিয়ে যায় কোম্পানিটির মালিক পক্ষ। বিএসইসির মধ্যস্থতায় দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই কোম্পানীর মালিকানায় এসেছে জাপানী কোম্পানী মিনোরী বাংলাদেশ লিমিটেড। উৎপাদন শুরু করা থেকে কাগজপত্র আপডেট করা পর্যন্ত পদে পদে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে মিনোরী থেকে আসা নতুন মালিকপক্ষ। এমারেল্ড অয়েলের মালিকানা হস্তান্তর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা নিয়ে তিন পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্ব। 
এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আক্ষেপ করে বলেন, আগের ম্যানেজমেন্টের কারণে কোম্পানিটি ব্যাংক ডিফল্ট হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের গাইড লাইন অনুসারে, ব্যাংক ডিফল্ট কোম্পানি হিসেবে নতুন ম্যানেজমেন্ট ব্যাংক একাউন্ট, এলসি খুলতে পারে না। আফজাল হোসেনের দাবি বাংলাদেশ ব্যাংক এসব ক্ষেত্রে একটু ছাড় না দিলে কোম্পানি এগিয়ে নেওয়া মুশকিল।
একই সঙ্গে আফজাল হোসেন বলেন, আগের ম্যানেজমেন্ট কোম্পানির কাগজপত্র সঠিক ভাবে জমা দিয়ে যায়নি। আবার তাদের বাৎসরিক প্রতিবেদনে কোম্পানির মুনাফার উল্লেখ করে গেছে, কিন্তু এনবিআরকে মুনাফার কর দিয়ে যায়নি। তাই বকেয়া কর গুনতে হচ্ছে নতুন ম্যানেজমেন্টকে। আফজাল হোসেন বিএসইসির কাছে দাবি করেন, বাংলাদেশ ব্যাংক আর এনবিআরের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করে এসব বিশেষ কোম্পানিগুলো চালু করে এগিয়ে নিতে নিয়ম- কানুনে বিশেষ কিছু ছাড় দেয়ার ব্যবস্থা করা উচিত।

শামীমা দোলা

সম্পাদক, নিউজ নাউ বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button