খেলা

নিজেদের দিনে ভালো কিছু করার সামর্থ্য রাখে তারা: পাপন

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রবিবার (২জুন) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোনদিন ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সমস্যাটা হচ্ছে আমাদের দরকার এখনই। আমরা এটাই আশা করতে পারি যাতে তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পায়।’
এ দিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে পাপন বলেন, ‘সাকিব আছে অভিজ্ঞ, মাহমুদউল্লাহ রিয়াদ আছে। এখন আসেন তার আগে যারা আছে। এদের নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে অবশ্যই সৌম্য, লিটন, শান্ত। আশা করছি শান্ত যেকোনো সময় রানে চলে আসবে।’
তরুণ তানজিদ হাসান তামিমকে নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘দেখুন, তানজিদ তামিমের সামর্থ্য আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। তাওহীদ হৃদয়ের সামর্থ্য আছে, ওরা ভালো খেলছে। ওরা যে একেবারে খারাপ খেলছে তা না। ওরা তো একেবারে নতুন, ওদের তো এত তাড়াতাড়ি দেয়ারই (সুযোগ) কথা না।’

Related Articles

Leave a Reply

Back to top button