ধ্যান ভেঙে যা বললেন মোদি
প্রায় ৪৫ ঘণ্টার ধ্যান ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধ্যান শেষে নিজের অনুভূতি প্রকাশ করে একটি নোট লিখেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, শেষ দফার ভোট সামনে রেখে গত বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কন্যাকুমারীর ধ্যানমণ্ডপম-এ ধ্যানে বসেন মোদি। প্রায় ৪৫ ঘণ্টা ধ্যানে থাকার পর শনিবার (১ জুন) সন্ধ্যায় ধ্যান ভেঙে কন্যাকুমারীর বিবেকানন্দ রক থেকে নেমে আসেন তিনি।
ধ্যান ভেঙে নিজের অনুভূতি প্রকাশ করে একটি নোট লিখেছেন মোদি। তার লেখা নোটটি এক্স (সাবেক টু্ইটর) অ্যাকাউন্টে পোস্ট করেছেন দেশটির অর্থমন্ত্রী ও বিজেপি নেত্রী নির্মলা সীতারামন।
নোটে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারীর ‘‘বিবেকানন্দ রক মেমোরিয়াল’’ পরিদর্শন করে আমি ঐশ্বরিক শক্তি অনুভব করি। এই শিলাতেই মা পার্বতী এবং স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। পরে একনাথ রানাদে এই শিলাটিকে ‘‘শিলা স্মারকে’’ পরিণত করেন যা; স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনাকে জীবন্ত করে তুলেছে।’