জেলার খবর

বিদ্যুৎ ও ইন্টারনেট বিহীন কক্সবাজার জেলাবাসী

সাদ্দাম হোসাইন। কক্সবাজার প্রতিনিধি :  ঘূর্ণিঝড় রেমালের প্রভাব চলে গেলেও রেখে গেছে তার ক্ষতচিহ্ন। এখনো কক্সবাজার শহরের রাস্তায় রাস্তায় পড়ে আছে গাছ। প্রধান সড়কের ঝাউতলায় বড় একটি শিশুগাছ রাস্তায় উপড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল চলাকালে। সেই থেকে প্রধান সড়কের এই অংশটি বন্ধ রয়েছে।

এছাড়াও কক্সবাজার সরকারি বিদ্যালয়ের সম্মুখের রাস্তাসহ বেশ কয়েকটি সড়কে এখনো পড়ে রয়েছে গাছ। এছাড়া সরেজমিনে দেখাযায়, বিদ্যুৎ সংযোগ না থাকায় বাসাবাড়ির লোকজন বৃষ্টির পানি বা নলকূপের পানি সংগ্রহে উপচে পড়া ভিড় দেখা গেছে। চকরিয়া এনজিও চাকুরিজীবী আলমগীর কবির বলেন ভাড়া বাসায় থাকি দুইদিন ধরে বিদ্যুৎ নেই, কোন রকম রান্না করে খাচ্ছি, এখন বের হয়েছি বিশুদ্ধ খাবার পানির জন্যে।

অন্যদিকে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কক্সবাজার সহ বিভিন্ন উপজেলায়। এতে ভোগান্তিতে পড়েছে জেলাবাসী। এবিষয়ে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি নিউজনাউ বাংলাকে জানিয়েছেন অনেকগুলো বিদ্যুৎ এর খুঁটি ভেঙে গেছে এবং ট্রান্সফরমার বিকল হয়ে গেছে তাই বিদ্যুৎ পুরোপুরি ঠিক হতে দুইদিন সময় লাগবে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আহত হয়েছে পঞ্চাশের অধিক এবং হাজারেরও অধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button