সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
ঘূর্নিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে কক্সবাজার জেলার ৪ উপজেলার ১৬টি ইউনিয়নে ২৮২টি মৎস্যঘের ও ৩১০ টি পুকুর ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৬ কোটি ৮ লাখ টাকার। এ তথ্য জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব পাওয়া গেছে। পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র পেতে আরও একটু সময় লাগবে।’
জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান নিউজ নাউ বাংলাকে জানান, ক্ষতিগ্রস্ত ২৮২টি মৎস্য ঘেরের আয়তন ৩৭৮.৫০ হেক্টর। এছাড়া ক্ষতিগ্রস্ত ৩১০টি পুকুরের আয়তন ১৩৮.২৫ হেক্টর। এর মধ্যে শুধু চিংড়ি খাতে ক্ষতি হয়েছে ৩ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকার।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা লিটন দেবনাথ জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় রিমাল এর আঘাতে জেলায় ৫ হেক্টর জমির আউশ ধান, ৪ হেক্টর জমির আউশ বীজতলা, ৮০০ হেক্টর শাকসবজি এবং ৬০ হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি প্রাথমিক তথ্য।
ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পেতে আরও ২/৩ দিন সময় লাগবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
এদিকে, সকালের ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের সময় সৈকতের শতাধিক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে এসব দোকানের চালা। এতে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, ‘ঘুর্ণিঝড়ের আঘাতে ১৫৩ ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য আমরা কাজ শুরু করেছি।’