বশির আলমামুন, চট্টগ্রাম:
ঘূর্ণিঝড় ‘রেমাল’ এগিয়ে আসায় রোববার (২৬ মে) চট্টগ্রাম বন্দরে জারি করা হয়েছে নিজস্ব এলার্ট-৪।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে রোববার (২৬ মে) বেলা ১২ টা থেকে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে।
বন্দরের নিজস্ব অ্যালার্ট-৪ জারির পর নিরাপত্তার জন্য নানা ব্যবস্থা নেয়া হয়েছে। জেটিতে থাকা সব জাহাজে পণ্য ওঠানামা বন্ধ রাখা হয়েছে। জেটির বড় জাহাজগুলোকে সার্বক্ষণিক ইঞ্জিন চালু রাখাসহ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনার পর রোববার সকাল ১০টা থেকে বড় জাহাজগুলো বহির্নোঙরে পাঠিয়ে দেয়া শুরু হয়। বিকালের মধ্যে সব জাহাজ বহির্নোঙরে নিরাপদ স্থানে নোঙর করার কথা। পণ্য ওঠানামার ভারি যন্ত্রপাতি বিশেষ করে হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিরাপদে রাখা হয়েছে। বন্ধ করা হয়েছে সব ধরনের পণ্য ডেলিভারি। দুদিন ধরে বন্দর বহির্নোঙরে বন্ধ আছে বড় জাহাজ থেকে ছোট জাহাজে করে পণ্য খালাস।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, আবহাওয়া অধিদফতরের সতর্ক সংকেতের ভিত্তিতে এলার্ট-৪ জারি করা হয়েছে। জাহাজগুলোকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়া হয়। ক্ষতি এড়াতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। জরুরী বৈঠক করা হয়েছে পরিস্থিতি নিয়ে। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
এদিকে, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে রোববার (২৬ মে) দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় কেটে না যাওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলে বিমান বন্দর সূত্র জানায়।