জাতীয়
কক্সবাজার ও কলকাতার সকল ফ্লাইট বাতিল
ঘূর্ণিঝড় ‘রেমালʼ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের কলকাতা ও কক্সবাজার রুটের ফ্লাইট বাতিল করেছে। তাদের ২৬ মে কক্সবাজার এবং ২৬ ও ২৭ মে দুই দিন কলকাতা রুটে কোনো ফ্লাইট চলবে না।
শনিবার (২৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।
তিনি জানান, সাইক্লোনিক ঝড় “রেমাল” এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ২৬ মে কক্সবাজারগামী সকল ফ্লাইট এবং কলকাতাগামী বিজি৩৯৫/২৬ মে এবং বিজি৩৯১/২৭ মে বাতিল করা হয়েছে। এছাড়া অন্য গন্তব্যের ফ্লাইটগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।