রাজনীতি
সাড়ে তিন ঘণ্টা ১৪ দলের বক্তব্য শুনেছেন প্রধানমন্ত্রী: কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে তিন ঘণ্টা ১৪ দলের বক্তব্য শুনেছেন জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নেতারাও তাদের কথা বিস্তারিত বলেছেন। এতে দলের মধ্যে দূরত্বের যে কথা বলা হয়, সেটি আর থাকবে না।
বৃহস্পতিবার (২৩ মে) রাতে গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
মন্ত্রিসভায় সদস্য না থাকা নিয়ে ১৪ দলের নেতারা কিছু বলেননি বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ১৪ দলকে নিজেদের দলগুলোকে আরও সংগঠিত এবং জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মানবতাবোধকে এগিয়ে নিতে দলগুলোকে ঐক্যবদ্ধ করতে নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
‘১৪ দলের নেতারা সমন্বিতভাবে আরও সুশৃঙ্খল ও সংগঠিত ঐক্য গড়ে তুলবেন, এই ব্যাপারে সবাই অঙ্গীকার করেছেন’, যোগ করেন ওবায়দুল কাদের।