জেলার খবর
সিরাজগঞ্জ রায়গঞ্জে নসিমন চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে রাস্তায় পাশ থেকে উজ্জ্বল হোসেন নামের এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত উজ্জ্বল হোসেন বাঁকাই গ্রামের আব্দুল খালেকের ছেলে।’ স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, বুধবার ভোরে উজ্জ্বল হোসেনের মরদেহটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ, হারুন-অর-রশিদের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে।