সরকারি কোম্পানি তালিকাভুক্তিতে বাজার বড় হবে, ভালো হবে নাঃ এরিস সিকিউরিটিজ’র সিইও
পুঁজিবাজারে সরকারি কোম্পানিগুলোর তালিকাভুক্তিতে বাজার বড় হবে, কিন্তু বাজারের জন্য ভালো কিছু হবে না বলে মন্তব্য করেছেন এরিস সিকিউরিটিজের সিইও রাশেদ আহমেদ। তাঁর মতে, বেশির ভাগ সরকারি কোম্পানি লোকসানে। লাভজনক সরকারি কোম্পানিগুলোকে বাজারে আনতে হবে।
রাশেদ আহমেদ বলেন, পুঁজিবাজার বর্তমানে ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে, আরো এগোলে বিনিয়োগকারীরা মুনাফার মুখ দেখতে পারবে।
তিনি বলেন,বর্তমানে পুঁজিবাজারে তারল্য সংকট আছে। আর বাজারে তারল্য সংকটের কারণ হচ্ছে বিনিয়োগকারীদের মাঝে আস্থার সংকট। তিনি আরও বলেন, ব্যাংক সুদ হার বৃদ্ধিতে পুঁজিবাজারে কোন প্রভাব পড়েনি,কারণ বাজার তার নিজস্ব গতিতে চলবে। ব্যাংক মার্জারের প্রভাব পুরো পুঁজিবাজারে না শুধুমাত্র ব্যাংক খাতে প্রভাব পড়েছে।
তিনি বলেন, মার্জিন ঋণের কারনে বাজার ফোর্স সেলে পরে যায়, এ কারণে বাজার দ্রুত পড়ে যায়।
আসছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য কিছু থাকবে এমন কোন প্রত্যাশা নেই।
রাশেদ আহমেদ বলেন, বিনিয়োগকারীদের মাঝে আস্থা না ফিরলে পুঁজিবাজার ভালো হবে না। নিয়ন্ত্রক সংস্থার উচিত বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, আগে বিনিয়োগকারীদের ভালো শেয়ার কিনতে বলতাম, কিন্তু বর্তমানে ভালো ভালো কোম্পানির শেয়ার কিনেও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বলে বিনিয়োগকারীদের খারাপ শেয়ার কিনতেও বলছি না।
গুজব প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বাজারে গুজব তেমন কাজ করে না, এ বাজারে আমাদের টিকে থাকতে হলে হাজার কোটি টাকার উপরে লেনদেন হতে হবে।