অর্থ বাণিজ্যপুঁজিবাজার

ক্যাপিটাল গেইনে কর আরোপ না করার অনুরোধ ডিএসইর

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ না করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু সোমবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অনুরোধ জানান।

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্য খাতের মতো অর্থনীতির অন্যতম চালিকাশক্তি দেশের পুঁজিশবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। এই পুঁজিবাজারকে অধিকতর বিকশিত ও গতিশীল করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ এরই মধ্যে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির জন্য কর সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ডে জমা দিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের ওপর নতুন করে কর আরোপ সংক্রান্ত খবর প্রকাশিত হচ্ছে। এসব খবরে পুঁজিবাজারে সংশ্লিষ্ট তথা বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ভীতি ও আতঙ্ক দেখা দিয়েছে এবং এর প্রভাবে মার্কেট ক্রমাগত নিম্নমুখী হচ্ছে।তাই পুঁজিবাজারের এই ক্রান্তিকালে বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থের কথা বিবেচনা করে ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি অনুরোধ করছি।

Related Articles

Leave a Reply

Back to top button