কানে ‘বার্বি ডল’ লুকে নজর কাড়লেন কিয়ারা
বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি প্রথমবারের মতো ‘কান চলচ্চিত্র উৎসব’-এর ৭৭তম আসরে হাজির হয়েই সবার নজর করেছেন।
শনিবার কান চলচ্চিত্র উৎসবে রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে গোলাপি বেশে সবার নজর কড়েছেন কিয়ারা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী কিয়ারা আডবানি রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নিয়েছেন। রেড কার্পেটে মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকার অনলাইনে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবার কথা বলছেন কিয়ারা।
কিয়ারাকে বলতে শোনা যায়, ‘আমার জন্য এই সুযোগ খুব সম্মানজলক। আমার কেরিয়ারের এক দশক হতে চলেছে।
আমার মনে হয়, অসাধারণ একটা সমযে এটা হল। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে’।
এদিন, কিয়ারা পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো গাউন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। গলায় হিরে ও অন্যান্য দামি পাথর বসানো নেটলেস। সঙ্গে কালো জরির গ্লাভস।
এদিন অনুষ্ঠানে কিয়ারার পাশাপাশি ৬ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। যারা ভবিষ্যৎ প্রজন্মের নারী গল্পকারদের পথ দেখিয়েছেন। এরা হলেন আসিল ওমরান, আধওয়া ফাহাদ, রামাতা-তৌলায়ে সি, সারোচা চানকিমহা ওরফে ফ্রিন, কিয়ারা আদভানি এবং সালমা আবু দেইফ।