পুঁজিবাজারে তারল্য নয়, আস্থার সংকট আছেঃ অগ্রণী ইন্স্যুরেন্স সিকিউরিটিজ’র সিইও
পুঁজিবাজারে বর্তমানে তারল্য নয়, বিনিয়োগকারীদের মাঝে মূলত আস্থার সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন অগ্রণী ইন্স্যুরেন্স সিকিউরিটিজ’র চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এস. এম. দেলোয়ার।
তারল্য সংকট প্রসঙ্গে এস. এম দেলোয়ার বলেন, বর্তমানে বিশ্ব জুড়ে ইউক্রেন-রাশিয়া, ফিলিস্তিন -ইসরাইল যুদ্ধের কারনে তারল্য সংকট হয়েছে। এর মাঝে আমরা একেবারে শেষ হয়ে গেছি তা কিন্তু নয়। আমরা বেঁচে আছি, প্রতিকূলতা থাকবেই। বাজারে মূলত তারল্য সংকট নেই। বরং বিনোদকারীদের মাঝে আস্থার সংকট রয়েছে। বিনিয়োকারীরা বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। নিয়ন্ত্রক সংস্থার দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের কারণে আস্থা হারাচ্ছে বিনিয়োগকারীরা।
তিনি বলেন, পুঁজিবাজারে এখন দেখা যাচ্ছে গুজবের উপর নির্ভরশীল বিনিয়োগকারীরা। আমি বলবো গুজব এড়িয়ে মানুষ যেন ভালো মূলধনী কোম্পানিতে বিনিয়োগ করে। সর্বোপরি বাজার এখন ইতিবাচক অবস্থায় আছে। বন্ড, ইকুইটি এবং সরকারি সিকিউরিটি বাজারের উপর চাপানো হচ্ছে। এসব বন্ধ হলে বাজার স্থিতিশীল হবে।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে তার পরামর্শ , বাজারে বিনিয়োগকারীদের পছন্দমত শেয়ার আনতে হবে। কোন কোম্পানি শেয়ারে বাজারে আসবে এটা নিয়ে কমিটি গঠন করা উচিত। কমিটিতে ডিএসই, স্টেক হোল্ডার এবং বিএসইসির সমন্বয়ে কোন কোম্পানিকে আইপিওতে আসার সুযোগ দিতে হলে, সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিতে হবে।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার উদ্দেশ্যে তিনি বলেন, কোম্পানিগুলোকে ডিভিডেন্ড প্রদানের হার নির্ধারণ করে দেয়া উচিত। ডিভিডেন্ড না দিলে কোম্পানিগুলোকে শাস্তির ব্যবস্থা করা উচিত।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিয়ে সিইও বলেন, বাজারের প্রকৃতি দেখে মনে হয় না প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় আছে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, পুঁজিবাজার হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গা। এখানে রাতারাতি কিছু হবে না। বাজার প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হবে। বাজারে সময় মত বিনিয়োগ করে মুনাফা তুলে নিতে হবে।