বিনোদন
হাতে প্লাস্টার নিয়ে কান উৎসবে ঐশ্বরিয়া
যে উৎসবের রেড কার্পেটে প্রতিবারই চমক দেন ঐশ্বরিয়া, সেই রেডকার্পেটে এবার হাতে প্লাস্টার নিয়ে হাঁটবেন! হ্যাঁ, ঠিকই পড়েছেন। এমনটাই করতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। হাতে চোট নিয়েই ফ্রান্সের মাটিতে পা দিয়েছেন ঐশ্বরিয়া। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে ঐশ্বরিয়ার হাতের প্লাস্টার। তবে কীভাবে তাঁর হাতে চোট লেগেছে তা অবশ্য়ই স্পষ্ট করেননি জুনিয়ার বচ্চন ঘরনি।
২০০৭ সালে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বনিবনা নেই। এমনকী ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে। কিন্তু বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা গত বছরের দিওয়ালির পর থেকে আরও জোরাল হয়।
সেই সময় একদিকে যখন বচ্চন পরিবারের পূজার আয়োজন হচ্ছিল, অন্যদিকে মেয়েকে নিয়ে মুম্বাই ছাড়তে দেখা যায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এই ঘটনার কিছুদিন পরই খবর মেলে, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। এতেই বচ্চন পরিবারে অশান্তির রটনা রটতে থাকে। বিয়ের আংটি খুলে ফেলেছেন ঐশ্বরিয়া, এমন কথাও শোনা যায়।