জাতীয়ফিচারশুক্রবারের বিশেষ

দিন দিন কমছে কাছিম, এতে হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র!

কাছিম…পৃথিবীর চার ভাগের প্রায় তিন ভাগ অংশে জলমগ্ন সামুদ্রিক যে কয়েকটি প্রাণী দীর্ঘকাল ধরে টিকে আছে সামুদ্রিক কাছিম তাদের অন্যতম। সামুদ্রিক যে প্রতিবেশ ব্যবস্থায় তারা এত দীর্ঘকাল টিকে আছে, আজকে তারা সেখানেই সেই মানব প্রজাতির বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই বিপন্ন কিংবা বিলুপ্তির পথে। কাছিমের নিরাপদ বিচরণ, ডিম পাড়ার সুষ্ঠু পরিবেশ ও সমুদ্রে বাচ্চা অবমুক্ত করতে যৌথভাবে কাজ করছে পরিবেশ-বনবিভাগ ও ‘নেকম’ (নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট)। সেসঙ্গে কাছিম সুরক্ষায় সচেতনতার পাশাপাশি স্থানীয়দের দেয়া হচ্ছে ট্রেনিং।

আজ শুক্রবারের বিশেষে জানবো সামুদ্রিক কাছিমের বিষয়ে।

কাছিম কি? কেন প্রয়োজন:

সামুদ্রিক কাছিম সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ করে খাদ্যশৃঙ্খল বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা এক উপকূল থেকে অন্য উপকূলে সামুদ্রিক গাছ-গাছড়ার বিস্তার ঘটায়। সামুদ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ক্ষতিকর জেলিফিস খেয়ে মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিয়ন্ত্রণ করে।

কাছিম অত্যন্ত মাইগ্রটোরি প্রজাতির। তারা এক জায়গায় স্থির থাকে না। কিন্তু মাবনসৃষ্ট নানা কারণে দিন দিন কমে যাচ্ছে সামুদ্রিক কাছিম।

১০ কোটি বছর আগে এদের জন্ম হলেও এরা এখনও বর্তমান। এক একটি সামুদ্রিক কাছিম প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে প্রায় ৩০ বছর এবং বেঁচে থাকে প্রায় ২০০ বছর।

বাংলাদেশে কত প্রজাতির কাছিম রয়েছে:

পৃথিবীতে সাত প্রজাতির সামুদ্রিক কাছিম আছে। তার মধ্যে পাঁচ প্রজাতির কাছিম বাংলাদেশে পাওয়া যায়। তিনটি প্রজাতি আমাদের উপকূলে ডিম দেওয়ার জন্য আসে। তাদের মধ্যে অন্যতম অলিভ রিডলে, গ্রিন বা সবুজ রঙের সামুদ্রিক কাছিম ও হকস বিল কাছিম। টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার, সোনাদিয়া ও কুয়াকাটায় এগুলো পাওয়া যায়।

কাছিমের জন্য কোন পরিবেশ উপযুক্ত:

বাংলাদেশের উপকূলের সবটুকুই সামুদ্রিক কাছিমের জন্য উপযুক্ত নয়। উপকূলের যে অংশে কাছিমের বাসা বাঁধার উপযুক্ত পরিবেশ অর্থাৎ বালুকাময় সৈকত রয়েছে, সেসব জায়গায় তাদের বাসা বাঁধতে দেখা যায়।

কাছিমের প্রজনন মৌসুম:

অলিভ রিডলে প্রজাতির কাছিম প্রজননকাল নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। আমাদের এখানে যেসব উপদ্রবের ঘটনা, সেগুলোও এই সময়টাতে বেশি। গ্রিন কাছিম জুন থেকে নভেম্বরে আসে। হকস বিল কাছিমও অলিভ রিডলের মতো একই সময়ে উপকূলের দিকে আসে। সামুদ্রিক কাছিম কূলে আসার আরও একটা কারণ হচ্ছে তাদের খাবার। সামুদ্রিক শৈবাল ও নরম প্রবালসহ নানা রকমের ছোট জলজ প্রাণী খেয়ে থাকে তারা।

অলিভ রিডলের ওজন ৪৫ থেকে ৫৫ কেজি পর্যন্ত হতে পারে। তারা ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত বাঁচে। ডিম দিয়ে তারা কূলে থাকে না। আকারের ওপর ডিমের পরিমাণও নির্ভর করে।

অলিভ রিডলে কাছিম যতগুলো ডিম পাড়ে, তার মধ্যে ৫৭ শতাংশ ডিমের বাচ্চা ফোটে। বাচ্চা ফোটানোর জন্য ৫৫ থেকে ৬০ দিনের মতো সময় লাগে। এটা তাপমাত্রা ও আর্দ্রতার ওপর নির্ভর করে। সময় বেশিও লাগতে পারে।

কাছিমের সুরক্ষায় নেয়া পদক্ষেপ:

সামুদ্রিক কাছিমের সব প্রজাতি পৃথিবীর অন্যান্য অংশের মতো বাংলাদেশেও টিকে থাকার লড়াইয়ে খুব কঠিন সময় পার করছে। এজন্য সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

কাছিম সংরক্ষণ ও প্রজননে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে যৌথভাবে কাজ করছে পরিবেশ-বনবিভাগ ও ‘নেকম’ (নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট)। যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে নিশ্চিত করার চেষ্টা করছে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, কাছিমের নিরাপদ বিচরণ, ডিম পাড়ার সুষ্ঠু পরিবেশ ও সমুদ্রে বাচ্চা অবমুক্ত করতে।

তারা গত ৫ বছরে সংরক্ষিত ৫০ হাজার ডিম থেকে প্রায় ৪০ হাজার কাছিম সমুদ্রে অবমুক্ত করেছে। এছাড়া এই বছর তারা রেকর্ড সংখ্যক কাছিম ছানা অবমুক্ত করছে। যার সংখ্যা ৮ হাজার।

সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতের পেঁচারদ্বীপে ‘সামুদ্রিক কাছিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র সংলগ্ন পয়েন্টে ২৫০ টি কাছিম অবমুক্ত করা হয়।

নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট-নেকম ম্যানেজার আব্দুল কাইয়ুম নিউজ নাউ বাংলাকে জানান, সাগরে মাছের পোনা খেয়ে ফেলা জেলিফিশ, পাথরে জমে থাকা ফোম খাওয়া সহ ক্ষতিকর আর্বজনা পরিষ্কারের মধ্য দিয়ে সাগরের জীববৈচিত্র রক্ষার্থে বড় ভুমিকা রাখে কাছিম। কিন্তু মানবসৃষ্ট নানা প্রতিকূলতার কারণে আজ কাছিম হুমকির মুখে।

দিন দিন সংকীর্ণ হয়ে পড়ছে ডিম পাড়ার জায়গা। ২০২১-২২’এ ‘নেকমে’র জরিপ অনুযায়ী সোনাদিয়া থেকে সেন্টমার্টিন পর্যন্ত বালিয়াড়ির ৫৪ টি পয়েন্টে কাছিম ডিম পাড়ত। তা এখন কমে দাঁড়িয়েছে ৩৪’তে। ডিমপাড়ায় জায়গায় পর্যটক সমাগম সহ নানা কারণে এমনটা হচ্ছে।

তিনি আরো জানান, পরিবেশ, বন বিভাগ ও নেকম যৌথভাবে ২০ বছর যাবত কাছিমের সংরক্ষণ ও প্রজনন নিয়ে কাজ করছে। গত ৫ বছরে ৫০ হাজার ডিম থেকে প্রায় ৪০ হাজার বাচ্চা সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। এ বছর ১৫ হাজার ডিম থেকে ৮ হাজার বাচ্চা অবমুক্ত করা হয়েছে। এসব ডিম সংগ্রহ করা হয়েছে সোনাদিয়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, মাদার বনিয়া, পেঁচারদ্বীপ, শিলখালী, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন হতে।

সেসঙ্গে কাছিম সুরক্ষায় সচেতনতার পাশাপাশি স্থানীয়দের ট্রেনিং দেওয়া হচ্ছে।

১০ বছর আগে স্থানীয়রা অপয়া মনে করে কাছিমকে মেরে ফেলতো

সমুদ্রের পাড়ের করাচিপাড়া গ্রামের বাসিন্দা ওসমান গণি বলেন, ‘আমরা আগে কাছিম সম্পর্কে জানতাম না। আমি নিজেই কাছিমের ডিম ও বাচ্চা বিক্রি করেছি। কুকুর-শিয়ালেরা কাছিমের ডিম-বাচ্চা নষ্ট করলেও তেমন গুরুত্ব দিতাম না। এখন কাছিমের গুরুত্ব বুঝতে পেরে কাউকে নষ্ট করতে দেইনা। ডিম পেলেই হ্যাচারীতে দিয়ে আসছি।’

আব্দুল লতিফ নামে আরেক স্থানীয় ব্যক্তি বলেন, ৮-১০ বছর আগেও কাছিমকে অপয়া মনে করে মেরে ফেলতাম। পরে নেকম’এর কাছ থেকে ট্রেনিং নিয়ে জানতে পারলাম কাছিম পরিবেশের বন্ধু। এখন কাছিমের ডিম সংরক্ষণ, নিরাপত্তা, যত্ন ও সাগরে অবমুক্ত নিয়ে নেকমের হয়ে কাজ করছি।

হিমছড়ি বিট কর্মকর্তা কামরুজ্জামান শোভন জানান, কাছিমের ব্যাপারে স্থানীয়দের সচেতন করছে বনবিভাগ। এছাড়া ডিম সংরক্ষণ করে হ্যাচিরীতে পৌঁছেনো, সংরক্ষিত ডিম ৬০ দিন পর সাগরে অবমুক্তি করণে সহযোগিতা, অসাধু চক্র ও শিয়াল-কুকুর যেন ডিম নষ্ট না করতে পারে সে জন্য টহল জোরদার সহ ডিম পাড়তে আসা মা’ কাছিমের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বন বিভাগ।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ মনিরুল হাসান খান নিউজ নাউ বাংলাকে বলেন, মানবসৃষ্ট নানা প্রতিকূলতার কারণে দিন দিন কাছিম কমে যাচ্ছে। কাছিম কমে যাওয়া রোধে সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে। সেসঙ্গে উপকূলীয় এলাকায় জেলেসহ সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে। জোরদার করতে হবে কাছিম সুরক্ষায় নেয়া সরকারি ও বেসরকারি সব পদক্ষেপ। তাদের ফিরিয়ে দিতে হবে নিজস্ব পরিবেশ। তখনই কাছিম রক্ষার পাশাপাশি রক্ষা পাবে সমুদ্রের জীববৈচিত্র।

Related Articles

Leave a Reply

Back to top button