চট্রগ্রামজেলার খবর

সাবেক সংসদ সদস্য জাফরের ১০ বছরে সম্পদ বেড়েছে ৩২ গুণ

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার -১ চকরিয়া পেকুয়া আসনে হেরে এবার চকরিয়া উপজেলা নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর আলমের ১০ বছরের স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ৩২.৯ গুণ। ২০১৪ সালে স্ত্রী সহ জাফর আলমের মোট সম্পদ ছিল ৫৬ লাখ ৩৮ হাজার 700 টাকা। যা ২০২৪ সালে এসে দাঁড়ায় ১৮ কোটি ৯২ লাখ ৫ হাজার ৮৫৭ টাকা।

নির্বাচনে হলফনামায় দেয়া তথ্য থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৪ সালের অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে জাফর আলমের হলফনামায় দেয়া তথ্যমতে, বাৎসরিক আয়সহ নিজের ও তার নির্ভরশীলদের স্থাবর অস্থাবর পরিমাণ ছিল ৫৬ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।

১০ বছর পর ২০২৪ সালের হলফনামা মতে, স্থাবর-অস্থাবর সম্পদ বিবরণে দেখা যায়, জাফর আলমের কৃষিখাতে বাৎসরিক আয় ৪৯ লাখ ২৩ হাজার ৫০১ টাকা। একইখাতে নির্ভরশীলদের আয় ৭ লাখ ২২ হাজার ৭০০ টাকা।

বাড়ি, দোকান ভাড়া থেকে জাফরের আয় ৮ লাখ ১৯ হাজার ৫৬০ টাকা। নির্ভরশীলদের আয় ৬ লাখ ৭২ হাজার টাকা। ব্যবসা থেকে নিজের আয় ২৪ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা ও নির্ভরশীলদের আয় ২ লাখ ৭ হাজার ৮৮২ টাকা ৬৩ পয়সা। শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে নিজের ১৮৩ ও নির্ভরশীলরা ১ লাখ ১০ হাজার ৫৫১ টাকা ১৫ পয়সা আয়। এছাড়া চাকরি থেকে নির্ভরশীলদের আয় ৪ লাখ ৫২ হাজার ৪৭০ টাকা উল্লেখ করা হয়। অন্যান্য খাতে নিজের আয় ২ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ৫৯৪ টাকা (জমি বিক্রি হতে মুনাফা) ও নির্ভরশীলদের আয় ১৯ লাখ ৭৭ হাজার ১৪৮ টাকা ২৩ পয়সা।

সর্বশেষ ৫ বছরে স্ত্রীসহ নিজের সম্পদের পরিমাণ বেড়েছে ১১ ৩৭ গুণ। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচনে জাফর আলমের দেয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, জাফর আলমের বাৎসরিক আয় ছিল ১৭ লাখ ৩৪ হাজার ৬৪৬ টাকা। নিজের ২৩ লাখ ৮৫ হাজার ১৫০ টাকার স্থাবর সম্পদ ও স্ত্রীর ৩০ লাখ ৪০ হাজার টাকার স্থাবর সম্পদ ছিল। অস্থাবর সম্পদ ছিল নিজের ৫৬ লাখ ২০ হাজার ৬৫৭ টাকার। স্ত্রীর ছিল ৩১ লাখ ১০ হাজার ৫০০ টাকার। নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে চকরিয়া উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। এই নির্বাচনে চকরিয়ায় চেয়ারম্যান পদের প্রার্থী জাফর আলমের সম্পদের ধারে কাছেও নেই অন্যকেউ।

তিনি প্রথমে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান ও ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ৩ টি হলফনামার আলোকে এই প্রতিবেদন তৈরী করা হলেও নির্ভরশীলসহ জাফর আলমের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ নিয়ে নানাধরনের গুঞ্জন রয়েছে। অভিযোগেরও কমতি নেই। তার বিরুদ্ধে স্বনামে-বেনামে অন্তত ৬০০ কোটি টাকা মূল্যের অবৈধ পন্থায় সম্পদ অর্জনের অভিযোগ দাখিল হয় দুদকে। এই অভিযোগ এখনো নিষ্পত্তি হয়নি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button