জেলার খবর

খাগড়াছড়িতে নির্বাচনী প্রতিশ্রুতিতে নয়,যোগ্যতা বিবেচনায় প্রাধান্য পাবে প্রার্থীরা

খাগড়াছড়িতে নির্বাচনী প্রতিশ্রুতিতে নয়,যোগ্যতা বিবেচনায় প্রাধান্য পাবে প্রার্থীরা

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রচারণায় জমে উঠছে খাগড়াছড়ির নির্বাচনী মাঠ। এই মাসের ২১ই মে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রচার-প্রচারণাও বেশ সরগরম হয়ে উঠেছে পার্বত্য খাগড়াছড়ি জেলায়। চেয়ারম্যান-ভাইস চেয়াম্যান কে হচ্ছেন তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা ভোটারদের মাঝে।

খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছে খাগড়াছড়ি উপজেলা পরিষদের যোগ্য চেয়ারম্যান তা নিয়েই যেন উৎসাহের শেষ নেই ভোটারদের মধ্যে। খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ নারী প্রার্থী মাঠে লড়ছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে (আনারস) প্রতীক নিয়ে দিদারুল আলম দিদার,(মোটর সাইকেল) প্রতীকে আকতার হোসেন, (কই মাছ) প্রতীকে জ্ঞান রঞ্জন ত্রিপুরা, (টেলিফোন) প্রতীক নিয়ে সুশীল জীবন ত্রিপুরা, (দোয়াত কলম) প্রতীকে সন্তোষিত চাকমা বকুল ও নজরুল ইসলাম ইসলাম (লাঙ্গল) প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছে।

ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মো: আসাদ উল্লাহ (বই), মো: এরশাদ হোসেন (চশমা),ক্যউচিং মারমা (তালা),শাহাব উদ্দিন সরকার (টিউবওয়েল),মো: আবু হানিফ (টিয়াপাখি)। মহিলা ভাইস-চেয়ারম্যানদের মধ্যে, কল্যাণী ত্রিপুরা (কলস) নিউসা মগ (প্রজাপতি),নিপু ত্রিপুরা (ফুটবল) মাঠে লড়ছেন।

এখানে পাহাড়ি-বাঙালী ভোটারের সংখ্যার হিসাব নিকাশ এবার বেশ জটিল। তবে সবখানেই প্রচারণায় সবখানেই গণজােয়ার দেখা যায়। পাহাড়ি-বাঙালি সকলে জননন্দিত নেতা দিদারুল আলমকে চেয়ারম্যান পদে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করতে দেখা যাচ্ছে সবখানে।

তবে মাঠে সরব অন্যপ্রার্থীরাও তাদের সমর্থন আদায়ে মরিয়া। একাধিক পাহাড়ি প্রার্থী হওয়ায় খাগড়াছড়ি সদর উপজেলায় জয় নিশ্চিত করতে হলে হিসাব মেলাতে হবে সাবধানে। তাই ভোটারদের মুখে শোভা পাচ্ছেন “যোগ্যতাই নির্বাচিত করবে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের।

তবে এইবার খাগড়াছড়িবাসী প্রতিশ্রুতিতে নয়,যোগ্যতা বিবেচনায় প্রাধান্য পাবে বলে বলছেন তরুণ ভোটাররা। উৎসবের আমেজের এ নির্বাচনে নতুন মাত্রা যুক্ত করেছে যোগ্য প্রার্থীর আলোচনা। উঠান বৈঠকে স্থান পাচ্ছে নানা প্রতিশ্রুতি। প্রার্থী-ভোটাররা বিগত দিনগুলোর প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব শুরু করেছে অনেক আগে থেকেই।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এবার প্রচারণার গণজোয়ারে ভাসছে হেভিওয়েটরা। প্রশ্নের জটিল সমীকরণে দীর্ঘ ভাবণায় উন্মোচিত হবে যোগ্যরা এমনটাই দাবী নাগরিক সমাজের। এই নির্বাচনের জয়ে শতভাগ আশাবাদী সকলেই,তবে পরাজয় কার?

নির্বাচনকে সামনে রেখে মাঠ কাঁপিয়ে খাগড়াছড়ি সদর উপজেলায় প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহর ও বিভিন্ন পাড়া। জেলা শহর থেকে প্রত্যান্ত এলাকায় শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার-ব্যানার। এদিকে খাগড়াছড়িতে ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দিদারুল আলম পরিচ্ছন্ন নেতা হিসেবে পরিচিত থাকলেও রাজনীতির বাইরেও সামাজিকভাবে তার পরিচিতি সাদা মনের একজন মানুষ হিসেবে।

চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম বলেন, নির্বাচন করছি জনগণের সেবা করার মানসিকতা নিয়ে। জয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, জনবান্ধব-খাগড়াছড়ি সদর উপজেলা গঠনের পাশাপাশি সাধারন মানুষের আশার প্রতিফলন ঘটাতে সকল সম্প্রদায়ের জনকল্যাণে নিজেকে আত্ম নিয়োগ করতে চাই। কথা আর বক্তব্যে নয় মানুষের সেবায় নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে উন্নয়ন পথে খাগড়াছড়িকে এগিয়ে নেওয়ার কথা জানান এই প্রার্থী।

খাগড়াছড়ি জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জোনায়েদ কবির সোহাগ, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সহিদুজ্জামান প্রার্থীদের,সুষ্ঠ নিরপেক্ষা নির্বাচনের লক্ষে আচরণ বিধিমেনে চলার আহবান জানান। অন্যথাই নির্বাচনে ম্যাজিস্টেটসহ প্রশাসন কাজ করছে। শৃঙ্খলা ভঙ্গ করলে প্রচলিত আইনে প্রার্থীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারী জানান।

অন্যদিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, পুলিশ প্রশাসন নির্বাচনকে সুষ্ঠ করতে মাঠে আছে। সব ধরনের সহায়তা করার পাশাপাশি সুষ্ঠ নির্বাচনে পুলিশ শর্তক রয়েছে বলেও জানান।

নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ২১ মে ২০২৪ ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় দীঘিনালা,পানছড়ি ও খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯২ হাজার ৮শ ৬৪। তার মধ্যে পুরুষ- ৪৭ হাজার ৮শ ৯৫,নারী- ৪৪হাজার ৯শ ৬৯ বলে জানা যা।

Related Articles

Leave a Reply

Back to top button