জাতীয়

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে ১ দশমিক ৩৭ শতাংশ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ এবং ২০২৩ সালে পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ।
এক বছরের ব্যবধানে পাসের হার বেড়েছে ১ দশমিক ৩৭ শতাংশ। এছাড়াও এ বছর রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ২৬ হাজার ৮৭৭ জন।
রোববার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম বলেন, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট ২৬৬টি কেন্দ্রে ২ হাজার ৬৮৫টি শিক্ষা-প্রতিষ্ঠানের ২ লাখ ৮৫৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করেছে ২৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বহিষ্কার হয়েছেন ছয়জন শিক্ষার্থী।
তিনি আরো জানান, রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ এবং ২০২৩ সালে পাসের হার ছিল- ৮৭ দশমিক ৮৯ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার বেড়েছে ১ দশমিক ৩৭ শতাংশ।
রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য মতে, এ বছর এসএসসি পরীক্ষায় এবার রাজশাহী বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। এর আগের বছর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৫ হাজার ৪৯৫ জন ছাত্রী এবং ১২ হাজার ৫৭৯ জন ছাত্র রয়েছে। ছাত্র পাসের হার ৮৬ দশমিক ৭৮ এবং ছাত্রী ৯১ দশমিক ৯০ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এ বছর ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button