আন্তর্জাতিক
পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে চরম বিক্ষোভ, নিহত ৪
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চরম বিক্ষোভ। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১০০ জন।
মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (১০ মে) থেকে আটা ও বিদ্যুতের দাম বৃদ্ধিসহ আগের নানা ক্ষোভ থেকে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। এরপর মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ২৪ বিলিয়ন রুপির ভর্তুকি দেয়ার ঘোষণার পর বিক্ষোভ প্রত্যাহার করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার (১৩ মে) বিক্ষোভে আধা-সামরিক বাহিনীর গুলিতে তিনজন নিহত হন বলে জানান স্থানীয় সরকারি কর্মকর্তা আদনান খুরশিদ। এছাড়াও গত সপ্তাহের শেষ দিকে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাও নিহত হন।