সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পেকুয়ায় জমে উঠেছে নির্বাচনী আমেজ।
চেয়ারম্যান পদপ্রার্থী ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীবের সমর্থনে গত ১১ মে মগনামা কাজির মার্কেট চত্বরে সর্বদলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় ড. সজিব বলেন, মানুষ পরিবর্তন চায়। পথসভায় সবার এমন সরব উপস্থিতি সেটাই প্রমাণ করে। তিনি আরো বলেন, আমার বাবা এই এলাকায় অনেক বছর মানুষের সেবা করেছেন। মানুষের বিপদে আপদে ছিলেন। সেই ধারাবাহিকতায় সবার সেবা করার জন্য আরো একবার সুযোগ দিন। আগামী ২১ তারিখ দোয়াত কলম মার্কায় ভোট চান তিনি।
তিনি সন্ধ্যা ৭ টায় মগনামা কাজির মার্কেটে পথসভায় বক্তব্যে এসব কথা বলেন।
পথসভায় বক্তব্যে রাখেন, ড. সজিবের বড় ভাই কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, ড. সজিবের ভগ্নিপতি মাহমুদুল হক চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবীদ আশরাফ উদ্দীন, মগনামা ইউনিয়ন আওয়ামী-লীগ সভাপতি খাইরুল এনাম, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান ওয়ারেচি, সমাজসেবক মোহাম্মদ বাচ্চু, এনাম মেম্বার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাউদ্দীন মাহমুদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।