জাতীয়

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু হচ্ছে ১৬ মে থেকে

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়কাল আগামী ১৬ মে নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।

আজ সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার মেট্রিক টন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাষ চন্দ্র সাহা, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, জেলা আমবাগান মালিক সমিতির সভাপতি কুদ্দুস মহলদার, জেলা পর্যায়ের বাগান মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ১৬ মে আটি, গুটি আম ও বোম্বাই আম, ২৪ মে হিমসাগর, ৩০ মে ল্যাংড়া, ৭ জুন আম্রপালি, ১৫ জুন ফজলী এবং ১ জুলাই আশ্বিনা/ বারি-৪ জাতের আম সংগ্রহ করা হবে। সভায় জেলা প্রশাসক বলেন, নির্ধারিত সময়ের আগে কেউ আম পাড়লে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button