খেলা

হোয়াইটওয়াশের মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামের মাটিতেই জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ দল। এরপর ঢাকায় ফিরে চতুর্থ ম্যাচেও জয় জয় তুলে নেয় টাইগাররা। আজ (১২ মে) পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি দু’দল। যেখানে টস হেরে হোয়াইটওয়াশের মিশন নিয়ে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল।
 
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। এই ম্যাচে টাইগারদের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে বিশ্রামে থাকা তিন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে এই ম্যাচের একাদশে ফেরানো হয়েছে। তাদের জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামকে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, জাকের আলী অনিক (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button