বশির আলমামুন, চট্টগ্রাম:
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। এবার এক হাজার ১২৫টি বিদ্যালয় থেকে এক লাখ ৪৫ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী ২১৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
আজ রোববার (১২ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার বাড়লেও কমেছে পিজিএ-৫ প্রাপ্তির হার। গেলো বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ থাকলেও এবার বেড়ে ৮২ দশমিক ২৯ শতাংশ হয়েছে। গেলো বছর ১১ হাজার ৪৫০ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। এবার ছাত্র পাশের হার ৮২ দশমিক ২৯ এবং ছাত্রী পাশের হার ৮৩ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পাশের হার ৯৪ দশমিক ৫২, মানবিক বিভাগের পাশের হার ৭৩ দশমিক ২৩ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাশের হার ৮৪ দশমিক ১১ শতাংশ।’
এম এম মুজিবুর রহমান আরও বলেন, ‘চট্টগ্রাম মহানগরে এবার পাশের হার ৮৭ দশমিক শূন্য ৬। চট্টগ্রাম মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাশের হার ৮৩ দশমিক ৬৮ শতাংশ। চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাশের হার ৮৪ দশমিক ৯২ শতাংশ। এ ছাড়া কক্সবাজার জেলায় ৮৩ দশমিক ৬৪, রাঙ্গামাটিতে ৭২ দশমিক ৭২, খাগড়াছড়িতে ৭২ দশমিক ২৫ ও বান্দরবানে পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ। এবার শতভাগ পাস করেছে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৪টি।’
এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এর দিক থেকে সেরা দশ স্কুলের তালিকায় প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৭৪ জন পরীক্ষার্থী।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থান রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে ৪৬৯ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৭৭ জন শিক্ষার্থী।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৪৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩১৫ জন।
তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের ৫৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ৫৪৬ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯৫ জন।
পঞ্চম অবস্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের ৪৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৩৫ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬১ জন।
তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। এ স্কুলে ৫৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪৭ জন।
জিপিএ-৫ এ সেরার তালিকায় এ স্কুলের অবস্থান সপ্তম অবস্থানে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৩০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩০৬ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৪ জন।
চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ এর দিক থেকে অষ্টম অবস্থানে রয়েছে। এ স্কুলে ৩৩৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে ২১২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সেরাদের তালিকায় নবম অবস্থানে রয়েছে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৪৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৪৩ জন। জিপিএ ৫ পেয়েছে ১৮৭ জন।
জিপিএ-৫ এর দিকে সেরা দশের তালিকায় রয়েছে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ৫২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। যা গতবারের চেয়ে এবার পাসের হার ৪ দশমিক ৫১ শতাংশ বেশি। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন।